Ajker Patrika

বিডার নির্বাহী সদস্য হলেন নাহিয়ান রহমান রচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪০
নাহিয়ান রহমান রচি। ছবি: সংগৃহীত
নাহিয়ান রহমান রচি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হলেন নাহিয়ান রহমান রচি। আগামী এক বছরের জন্য বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান রচিকে সংস্থাটির নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, বিডা আইন ২০১৬ এর ধারা ৯ (১) ও ৯ (৪) অনুযায়ী নাহিয়ান রহমান রচিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে ১ বছর মেয়াদে বিডার নির্বাহী সদস্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই নিয়োগ দিয়েছে সরকার

এর ফলে নাহিয়ান রহমান রচি ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত হেড অব বিজনেসের পাশাপাশি নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান নাহিয়ান রহমান রচি।

এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন।

তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। তাঁর পেশাগত দক্ষতা সিআইএমএ এবং সিপিএ সার্টিফিকেশন দ্বারা সমৃদ্ধ।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত