Ajker Patrika

আদানির সাড়ে ৮৪ কোটি ডলারের বকেয়া পরিশোধে বাংলাদেশকে ৬ মাস সময়

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৬: ৫২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যুতের বকেয়া দাম বাবদ সাড়ে ৮৪ কোটি ডলার পরিশোধের জন্য বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) সময়সীমা বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। তা না হলে বিলম্ব ফি আরোপ করা হবে বলে সতর্ক করেছে ভারতের এই শিল্পগ্রুপ। পিডিবিকে দেওয়া এক চিঠির বরাতে দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস এ তথ্য জানায়।

পিডিবিকে দেওয়া ওই চিঠিতে আদানি গ্রুপ সতর্ক করে বলেছে, চলতি বছরের জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে চুক্তির শর্ত অনুযায়ী বিলম্ব ফি আরোপ করা হবে।

এর আগে আদানি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং পিডিবির ওপর চাপ প্রয়োগের জন্য একটি ইউনিট বন্ধও করে দেয়।

কয়লার দামের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করে পিডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আদানি তাদের চুক্তির শর্ত অনুযায়ী কয়লার খরচ হিসাব করে। কিন্তু পিডিবি প্রকৃত কয়লার মূল্য ধরে হিসাব করে।

আদানি গ্রুপের দাবি, তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। তবে পিডিবির হিসাবে এই অঙ্ক ৭০ কোটির বেশি হবে না। তবে চলমান বিরোধ সত্ত্বেও নিয়মিত অর্থপ্রদান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় মোট ১,৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র গড়েছে আদানি।

২০১৭ সালের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ২৫ বছরের জন্য এখান থেকে বিদ্যুৎ কিনবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত