দুই বছর আগের ভয়াবহ দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। এ কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বৃহস্পতিবার আইএমএফ জানিয়েছে, ২০২২ সালের ৭০ শতাংশ মুদ্রাস্ফীতি গত মাসে নেমে এসেছে ৫ দশমিক ৯ শতাংশে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইএমএফ বলেছে, প্রায় দেড় বছর সংকুচিত থাকার পর গত বছরের দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার অর্থনীতি সম্প্রসারিত হয়েছে। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে শ্রীলঙ্কার বার্ষিক অর্থনীতি বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪ দশমিক ৫ শতাংশ।
২০২২ সালের প্রথম দিকে অর্থনৈতিক সংকটে খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিদ্যুতের তীব্র ঘাটতিতে ভুগেছিল শ্রীলঙ্কা। এরপর সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের ফলে গদি থেকে নেমে যান তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।
৮ হাজার ৩০০ কোটি ডলার ঋণের বোঝায় নিমজ্জিত ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিকে ২০২২ সালের এপ্রিলে দেউলিয়া ঘোষণা করা হয়। শ্রীলঙ্কা এই ঋণের অর্ধেকেরও বেশি নিয়েছিল বিদেশি ঋণদাতাদের কাছ থেকে।
এরপর অর্থনীতি উদ্ধারে আইএমএফের সাহায্য চেয়ে গত বছর একটি বেলআউট প্যাকেজ পেয়েছে শ্রীলঙ্কা। চার বছর মেয়াদি এই বেলআউট কর্মসূচির অধীনে, দেশটি প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার আরোপ করছে কি না তা নিয়ে দ্বিবার্ষিক পর্যালোচনার পর আইএমএফ কিস্তির ২৯০ কোটি ডলার দেবে।
শ্রীলঙ্কা এখন পর্যন্ত আইএমএফ থেকে দুই কিস্তিতে অর্থসহায়তা পেয়েছে। সে সঙ্গে ভারত, জাপান ও চীনের মতো প্রধান ঋণদাতাদের কাছ থেকে পেয়েছে ঋণ মাফের প্রতিশ্রুতি। সরকার-বেসরকারি ঋণদাতাদের সঙ্গেও আলোচনা করছে দেশটি।
গত বুধবার আইএমএফ বলেছে, তাদের কর্মকর্তাদের একটি দল অর্থনৈতিক সংস্কারের দ্বিতীয় পর্যালোচনার বিষয়ে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। আইএমএফের নির্বাহী বোর্ড চুক্তিটি অনুমোদন করলে শ্রীলঙ্কা ৩৩ কোটি ৭০ লাখ ডলারের সর্বশেষ কিস্তি পাবে। এতে দেশটির আইএমএফ থেকে পাওয়া ঋণ পৌঁছাবে মোট প্রায় ১০০ কোটি ডলারে।
২০২২ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। এর পর থেকে তিনি বিদ্যুৎসংকট অনেকটাই দূর করতে পেরেছেন এবং প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতিও অনেকাংশে কমেছে। শ্রীলঙ্কার মুদ্রাও শক্তিশালী হয়েছে এবং সুদের হার নেমেছে প্রায় ১০ শতাংশে।
তবে উচ্চ কর এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় জনরোষের সম্মুখীনও হয়েছেন রনিল বিক্রমাসিংহে। অর্থনৈতিক সূচকের উন্নতিসহ প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি কমলেও উচ্চ কর এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে শ্রীলঙ্কার মানুষ হারিয়েছে ক্রয়ক্ষমতা। অর্থনৈতিক সংকটে ভেঙে পড়া শিল্পগুলো আগের অবস্থায় না ফেরায় শ্রীলঙ্কায় বেড়েছে বেকারত্ব।
দুই বছর আগের ভয়াবহ দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। এ কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বৃহস্পতিবার আইএমএফ জানিয়েছে, ২০২২ সালের ৭০ শতাংশ মুদ্রাস্ফীতি গত মাসে নেমে এসেছে ৫ দশমিক ৯ শতাংশে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইএমএফ বলেছে, প্রায় দেড় বছর সংকুচিত থাকার পর গত বছরের দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার অর্থনীতি সম্প্রসারিত হয়েছে। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে শ্রীলঙ্কার বার্ষিক অর্থনীতি বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪ দশমিক ৫ শতাংশ।
২০২২ সালের প্রথম দিকে অর্থনৈতিক সংকটে খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিদ্যুতের তীব্র ঘাটতিতে ভুগেছিল শ্রীলঙ্কা। এরপর সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের ফলে গদি থেকে নেমে যান তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।
৮ হাজার ৩০০ কোটি ডলার ঋণের বোঝায় নিমজ্জিত ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিকে ২০২২ সালের এপ্রিলে দেউলিয়া ঘোষণা করা হয়। শ্রীলঙ্কা এই ঋণের অর্ধেকেরও বেশি নিয়েছিল বিদেশি ঋণদাতাদের কাছ থেকে।
এরপর অর্থনীতি উদ্ধারে আইএমএফের সাহায্য চেয়ে গত বছর একটি বেলআউট প্যাকেজ পেয়েছে শ্রীলঙ্কা। চার বছর মেয়াদি এই বেলআউট কর্মসূচির অধীনে, দেশটি প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার আরোপ করছে কি না তা নিয়ে দ্বিবার্ষিক পর্যালোচনার পর আইএমএফ কিস্তির ২৯০ কোটি ডলার দেবে।
শ্রীলঙ্কা এখন পর্যন্ত আইএমএফ থেকে দুই কিস্তিতে অর্থসহায়তা পেয়েছে। সে সঙ্গে ভারত, জাপান ও চীনের মতো প্রধান ঋণদাতাদের কাছ থেকে পেয়েছে ঋণ মাফের প্রতিশ্রুতি। সরকার-বেসরকারি ঋণদাতাদের সঙ্গেও আলোচনা করছে দেশটি।
গত বুধবার আইএমএফ বলেছে, তাদের কর্মকর্তাদের একটি দল অর্থনৈতিক সংস্কারের দ্বিতীয় পর্যালোচনার বিষয়ে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। আইএমএফের নির্বাহী বোর্ড চুক্তিটি অনুমোদন করলে শ্রীলঙ্কা ৩৩ কোটি ৭০ লাখ ডলারের সর্বশেষ কিস্তি পাবে। এতে দেশটির আইএমএফ থেকে পাওয়া ঋণ পৌঁছাবে মোট প্রায় ১০০ কোটি ডলারে।
২০২২ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। এর পর থেকে তিনি বিদ্যুৎসংকট অনেকটাই দূর করতে পেরেছেন এবং প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতিও অনেকাংশে কমেছে। শ্রীলঙ্কার মুদ্রাও শক্তিশালী হয়েছে এবং সুদের হার নেমেছে প্রায় ১০ শতাংশে।
তবে উচ্চ কর এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় জনরোষের সম্মুখীনও হয়েছেন রনিল বিক্রমাসিংহে। অর্থনৈতিক সূচকের উন্নতিসহ প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি কমলেও উচ্চ কর এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে শ্রীলঙ্কার মানুষ হারিয়েছে ক্রয়ক্ষমতা। অর্থনৈতিক সংকটে ভেঙে পড়া শিল্পগুলো আগের অবস্থায় না ফেরায় শ্রীলঙ্কায় বেড়েছে বেকারত্ব।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৭ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৭ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৭ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৫ ঘণ্টা আগে