নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোয় বুধবারে বড় দরপতনের ধাক্কা সামলে নিয়েছে পুঁজিবাজার। গতকাল বৃহস্পতিবার আতঙ্ক কাটতে দেখা গেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণে সূচকের বড় উত্থান ও লেনদেন বেড়েছে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটির পর বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মোবাইল ইন্টারনেট না থাকা, সব বাসাবাড়িতে ব্রডব্যান্ড সংযোগ না থাকা এবং থাকলেও সচল না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারদরের উত্থান-পতন দেখে ক্রয় বা বিক্রয়ের আদেশ দেওয়ার সুযোগ পাননি। এতে বড় পতনের সঙ্গে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বাজারে ক্রেতার চাপ বাড়ায় অল্প সময়ের মধ্যেই দাম বাড়ার তালিকায় চলে আসে বেশির ভাগ প্রতিষ্ঠান। সময় গড়ানোর সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়।
এতে দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৬টির এবং ৪০টি অপরিবর্তিত ছিল। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে আগের দিনের মতো বৃহস্পতিবারও মোবাইল অ্যাপ ব্যবহার করে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারেননি। একই সঙ্গে ইন্টারনেটেও ধীরগতি। এর মাঝেও ডিএসইতে হাতবদল হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসে ছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ইন্টারনেটের সমস্যা থাকলেও বুধবারের চেয়ে বৃহস্পতিবার পরিস্থিতি ভালো ছিল।
দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোয় বুধবারে বড় দরপতনের ধাক্কা সামলে নিয়েছে পুঁজিবাজার। গতকাল বৃহস্পতিবার আতঙ্ক কাটতে দেখা গেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণে সূচকের বড় উত্থান ও লেনদেন বেড়েছে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটির পর বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মোবাইল ইন্টারনেট না থাকা, সব বাসাবাড়িতে ব্রডব্যান্ড সংযোগ না থাকা এবং থাকলেও সচল না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারদরের উত্থান-পতন দেখে ক্রয় বা বিক্রয়ের আদেশ দেওয়ার সুযোগ পাননি। এতে বড় পতনের সঙ্গে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বাজারে ক্রেতার চাপ বাড়ায় অল্প সময়ের মধ্যেই দাম বাড়ার তালিকায় চলে আসে বেশির ভাগ প্রতিষ্ঠান। সময় গড়ানোর সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়।
এতে দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৬টির এবং ৪০টি অপরিবর্তিত ছিল। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে আগের দিনের মতো বৃহস্পতিবারও মোবাইল অ্যাপ ব্যবহার করে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারেননি। একই সঙ্গে ইন্টারনেটেও ধীরগতি। এর মাঝেও ডিএসইতে হাতবদল হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসে ছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ইন্টারনেটের সমস্যা থাকলেও বুধবারের চেয়ে বৃহস্পতিবার পরিস্থিতি ভালো ছিল।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে