বাজেট ২০২৫-২৬
আসাদুজ্জামান নূর, ঢাকা
বরাবরের মতো চলতি অর্থবছরেও রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিকে আগামী অর্থবছরে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমন পরিস্থিতিতে রাজস্ব আহরণে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কৃষি, মৎস্য, পোলট্রি, পোশাকের মতো কিছু কিছু খাতে দেওয়া কর-সুবিধা বাতিল করা হবে। বাড়ানো হতে পারে পোশাক খাতের করহার। বাড়ছে না ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের আয়কর বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকা'কে বলেন, ‘নতুন করে কোনো সুবিধা দেওয়ার পরিস্থিতি নেই। আইএমএফও চায় যেন সুবিধা তুলে নেওয়া হয়। দেশীয় শিল্প রক্ষায় কিছু ক্ষেত্রে করছাড় আছে। সেগুলোর মধ্য থেকেও কিছু ছাড় উঠে যেতে পারে।’
সূত্র বলছে, দীর্ঘদিন ধরে কর-সুবিধা পাওয়া শিল্পের জন্য দুঃসংবাদ নিয়ে আসবে আগামী বাজেট। তাদের কর-সুবিধা হ্রাস পেতে পারে এতে। কৃষিপণ্য বিপণনে উৎসে কর কমানো, এককভাবে ভ্রমণকর আদায়, ব্যক্তিগত করহার বৃদ্ধি, কালোটাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিলসহ একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ ছাড়া রাজস্ব আহরণ বাড়াতে কৃষি, মৎস্য ও পোলট্রি খাতে হ্রাসকৃত করহার উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি পোশাক খাতের কর-সুবিধা তুলে নিতে পারে সরকার।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের করপোরেট করহার ১২ শতাংশ। সবুজ কারখানার জন্য এ হার ১০ শতাংশ আর সুতাশিল্পের করহার ১৫ শতাংশ। সুতার ওপর কর অপরিবর্তিত থাকলেও পোশাক খাতে করহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে এনবিআরের। পোশাক খাতে করহার বাড়িয়ে ১৮ থেকে ২০ শতাংশ করতে চায় সংস্থাটি।
এনবিআরের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে কর-সুবিধা ভোগ করে আসছে পোশাক খাত। পোশাক খাতের সঙ্গে অন্যান্য খাতের করপোরেট করহারে যে বৈষম্য, তা দূর করার বিষয়ে ভাবছে এনবিআর। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।
সরকারের এমন সিদ্ধান্তে পোশাক খাতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এই খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বাজেটে করপোরেট করহার বাড়ানো এ খাতের জন্য অবিচার হবে। ১২ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে আমরা আরও বেশি করপোরেট কর দিই। সরকার উদ্যোক্তাদের কাছ থেকে অগ্রিম কর আদায় করে। সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। এই মুহূর্তে করহার বাড়ানোও হবে অযৌক্তিক।’
তবে এনবিআরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অর্থনীতিবিদেরা। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, করপোরেট করহার বৃদ্ধির সিদ্ধান্ত থেকে এনবিআরের সরে যাওয়া উচিত হবে না। কর খাতের সংস্কারের প্রয়োজন আছে। এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে বিভিন্ন ধরনের নগদ সহায়তা থেকেও বের হয়ে আসতে হবে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, কৃষি, মৎস্য ও পোলট্রি খাতের কর-সুবিধা উঠিয়ে নিতে আগামী বাজেটে এ-সংক্রান্ত তিনটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) বাতিল করা হতে পারে। ফলে এসব খাতে সাধারণ করহার প্রযোজ্য হবে। তবে প্রান্তিক মৎস্যচাষিদের সুরক্ষা দিতে ৫ লাখ বা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব রাখা হতে পারে।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘প্রান্তিক কৃষকদের সুবিধা দিতে ২০১৫ সালে কর-সুবিধা দেওয়া হয়। পরে দেখা গেছে, মন্ত্রী-এমপিরা খামারকে মূল আয় দেখিয়েছেন আয়কর নথিতে। এসব কর-সুবিধার আড়ালে অনেকেই কালোটাকা সাদা করেন। সুবিধার অপব্যবহার রোধে এসআরওগুলো বাতিল করা হতে পারে।’
তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, এসব খাত আগে সম্পূর্ণ করমুক্ত ছিল। ২০১৫ সালে সেখানে করারোপ শুরু হয়েছে। এবার কী হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে সিপিডি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তবে করমুক্ত আয়সীমা বাড়ছে না। উল্টো ব্যক্তি শ্রেণির ন্যূনতম কর বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে।
এ ছাড়া সারা দেশের সবার জন্য ন্যূনতম কর একই সমান করা কিংবা কাঠামো আগের মতো রেখে ন্যূনতম করের পরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা যাচাই-বাছাই করছে এনবিআর।
এখন দেশের বিভিন্ন এলাকাভেদে ব্যক্তির ন্যূনতম কর একেক রকম। বর্তমানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা। অন্যান্য সিটি করপোরেশন এলাকায় এই করের পরিমাণ ৪ হাজার টাকা। আর সিটি করপোরেশনের বাইরের এলাকায় ব্যক্তির ন্যূনতম কর ৩ হাজার টাকা।
সারা দেশে সবার জন্য ন্যূনতম কর একই করলে তা হতে পারে ৫ হাজার টাকা। আবার আগের কাঠামো ধরে রাখলে সেই পরিমাণ বেড়ে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ন্যূনতম কর বাড়ানো উচিত হবে না। মূল্যস্ফীতির চাপে অনেকে সঞ্চয় ভেঙে ফেলছেন। ন্যূনতম কর বাড়ানো হলে বৈষম্য সৃষ্টি হবে।
আরও খবর পড়ুন:
বরাবরের মতো চলতি অর্থবছরেও রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিকে আগামী অর্থবছরে অতিরিক্ত ৫৭ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমন পরিস্থিতিতে রাজস্ব আহরণে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। কৃষি, মৎস্য, পোলট্রি, পোশাকের মতো কিছু কিছু খাতে দেওয়া কর-সুবিধা বাতিল করা হবে। বাড়ানো হতে পারে পোশাক খাতের করহার। বাড়ছে না ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের আয়কর বিভাগের এক কর্মকর্তা আজকের পত্রিকা'কে বলেন, ‘নতুন করে কোনো সুবিধা দেওয়ার পরিস্থিতি নেই। আইএমএফও চায় যেন সুবিধা তুলে নেওয়া হয়। দেশীয় শিল্প রক্ষায় কিছু ক্ষেত্রে করছাড় আছে। সেগুলোর মধ্য থেকেও কিছু ছাড় উঠে যেতে পারে।’
সূত্র বলছে, দীর্ঘদিন ধরে কর-সুবিধা পাওয়া শিল্পের জন্য দুঃসংবাদ নিয়ে আসবে আগামী বাজেট। তাদের কর-সুবিধা হ্রাস পেতে পারে এতে। কৃষিপণ্য বিপণনে উৎসে কর কমানো, এককভাবে ভ্রমণকর আদায়, ব্যক্তিগত করহার বৃদ্ধি, কালোটাকা সাদা করার সুযোগ পুরোপুরি বাতিলসহ একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ ছাড়া রাজস্ব আহরণ বাড়াতে কৃষি, মৎস্য ও পোলট্রি খাতে হ্রাসকৃত করহার উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি পোশাক খাতের কর-সুবিধা তুলে নিতে পারে সরকার।
বর্তমানে তৈরি পোশাকশিল্পের করপোরেট করহার ১২ শতাংশ। সবুজ কারখানার জন্য এ হার ১০ শতাংশ আর সুতাশিল্পের করহার ১৫ শতাংশ। সুতার ওপর কর অপরিবর্তিত থাকলেও পোশাক খাতে করহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে এনবিআরের। পোশাক খাতে করহার বাড়িয়ে ১৮ থেকে ২০ শতাংশ করতে চায় সংস্থাটি।
এনবিআরের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে কর-সুবিধা ভোগ করে আসছে পোশাক খাত। পোশাক খাতের সঙ্গে অন্যান্য খাতের করপোরেট করহারে যে বৈষম্য, তা দূর করার বিষয়ে ভাবছে এনবিআর। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।
সরকারের এমন সিদ্ধান্তে পোশাক খাতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এই খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বাজেটে করপোরেট করহার বাড়ানো এ খাতের জন্য অবিচার হবে। ১২ শতাংশ বলা হলেও প্রকৃতপক্ষে আমরা আরও বেশি করপোরেট কর দিই। সরকার উদ্যোক্তাদের কাছ থেকে অগ্রিম কর আদায় করে। সেই টাকা আর ফেরত পাওয়া যায় না। এই মুহূর্তে করহার বাড়ানোও হবে অযৌক্তিক।’
তবে এনবিআরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অর্থনীতিবিদেরা। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, করপোরেট করহার বৃদ্ধির সিদ্ধান্ত থেকে এনবিআরের সরে যাওয়া উচিত হবে না। কর খাতের সংস্কারের প্রয়োজন আছে। এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে বিভিন্ন ধরনের নগদ সহায়তা থেকেও বের হয়ে আসতে হবে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, কৃষি, মৎস্য ও পোলট্রি খাতের কর-সুবিধা উঠিয়ে নিতে আগামী বাজেটে এ-সংক্রান্ত তিনটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) বাতিল করা হতে পারে। ফলে এসব খাতে সাধারণ করহার প্রযোজ্য হবে। তবে প্রান্তিক মৎস্যচাষিদের সুরক্ষা দিতে ৫ লাখ বা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব রাখা হতে পারে।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘প্রান্তিক কৃষকদের সুবিধা দিতে ২০১৫ সালে কর-সুবিধা দেওয়া হয়। পরে দেখা গেছে, মন্ত্রী-এমপিরা খামারকে মূল আয় দেখিয়েছেন আয়কর নথিতে। এসব কর-সুবিধার আড়ালে অনেকেই কালোটাকা সাদা করেন। সুবিধার অপব্যবহার রোধে এসআরওগুলো বাতিল করা হতে পারে।’
তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, এসব খাত আগে সম্পূর্ণ করমুক্ত ছিল। ২০১৫ সালে সেখানে করারোপ শুরু হয়েছে। এবার কী হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে সিপিডি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তবে করমুক্ত আয়সীমা বাড়ছে না। উল্টো ব্যক্তি শ্রেণির ন্যূনতম কর বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে।
এ ছাড়া সারা দেশের সবার জন্য ন্যূনতম কর একই সমান করা কিংবা কাঠামো আগের মতো রেখে ন্যূনতম করের পরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা যাচাই-বাছাই করছে এনবিআর।
এখন দেশের বিভিন্ন এলাকাভেদে ব্যক্তির ন্যূনতম কর একেক রকম। বর্তমানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা। অন্যান্য সিটি করপোরেশন এলাকায় এই করের পরিমাণ ৪ হাজার টাকা। আর সিটি করপোরেশনের বাইরের এলাকায় ব্যক্তির ন্যূনতম কর ৩ হাজার টাকা।
সারা দেশে সবার জন্য ন্যূনতম কর একই করলে তা হতে পারে ৫ হাজার টাকা। আবার আগের কাঠামো ধরে রাখলে সেই পরিমাণ বেড়ে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এ প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ন্যূনতম কর বাড়ানো উচিত হবে না। মূল্যস্ফীতির চাপে অনেকে সঞ্চয় ভেঙে ফেলছেন। ন্যূনতম কর বাড়ানো হলে বৈষম্য সৃষ্টি হবে।
আরও খবর পড়ুন:
বাংলাদেশের হালাল পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ের আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি দুই দেশের মধ্যে হালাল পণ্য আমদানি-রপ্তানি সহজ করবে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।
১ ঘণ্টা আগেবাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ এবং দেশীয় শিল্প সম্প্রসারণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্যবসায়িক সুযোগ-সুবিধা’ (বিওএস) শীর্ষক সেমিনারে এডিবির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সেমিনারে মূল উপস্থাপনা দেন সংস্থাটির...
১০ ঘণ্টা আগেবাংলাদেশে কার্যক্রম চালাতে চায় চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ দুই বছর ধরে বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির ‘লাল শ্রেণি’তে রয়েছে। এই শ্রেণি মানে হচ্ছে, দেশে খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে রয়েছে, যা বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশে খাদ্যনিরাপত্তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি লাল শ্রেণিতে রয়েছে
১৭ ঘণ্টা আগে