Ajker Patrika

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমেছে। ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমেছে। এ ছাড়া ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে মঙ্গলবার ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২২৩ টির, বেড়েছে ১৩৭ টির এবং ১৫ টির দাম অপরিবর্তিত ছিল।

ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, এমএল ডাইং ও জিপিএইচ ইস্পাত।

মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনকৃত ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৬ টির, বেড়েছে ১৩১ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত