নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে থাকায় দেশে সার্বিক বিনিয়োগ নিবন্ধন বেড়েছে। গত ২০২০–২১ অর্থবছরের তুলনায় বিনিয়োগ নিবন্ধন ৪৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডা জানিয়েছে, দেশি-বিদেশি এই বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে নতুন করে প্রায় ২৯ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২১–২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় ২০ হাজার ৪৬৪ কোটি টাকার দেশি–বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। গত অর্থবছরের এই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩ হাজার ৯৮৪ কোটি টাকার।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডা।
প্রতিষ্ঠানটি জানায়, চলতি অর্থবছরে ১৮৯টি শিল্পপ্রতিষ্ঠান বিডার কাছে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে স্থানীয় ১৭৭টি প্রতিষ্ঠান ১৮ হাজার ৫৮৬ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে, যা গত বছরের চেয়ে ৫ হাজার ৮৮৭ কোটি টাকা বেশি। সে অনুযায়ী এ বছর স্থানীয় পর্যায়ে বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ।
স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে রাসায়নিক শিল্প খাতে। এ ছাড়া সেবা, প্রকৌশল ও টেক্সটাইল খাতেও উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। একই সময়ে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ৪৬ শতাংশ বেড়েছে।
বিডার তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে সাতটি শতভাগ বিদেশি ও পাঁচটি যৌথ মালিকানার প্রতিষ্ঠান মোট ১ হাজার ৮৭৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। গত অর্থবছরে শতভাগ বিদেশি ও যৌথ মালিকানা মিলিয়ে ২০টি শিল্পপ্রতিষ্ঠান ১ হাজার ২৮৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। আর চলতি বছর বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চেয়েছেন কৃষি খাতে। এ ছাড়া টেক্সটাইল, সেবা ও প্রকৌশল খাতে বিনিয়োগের বেশ কিছু প্রস্তাব এসেছে।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে থাকায় দেশে সার্বিক বিনিয়োগ নিবন্ধন বেড়েছে। গত ২০২০–২১ অর্থবছরের তুলনায় বিনিয়োগ নিবন্ধন ৪৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডা জানিয়েছে, দেশি-বিদেশি এই বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে নতুন করে প্রায় ২৯ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২১–২২ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রায় ২০ হাজার ৪৬৪ কোটি টাকার দেশি–বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। গত অর্থবছরের এই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব ছিল ১৩ হাজার ৯৮৪ কোটি টাকার।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিডা।
প্রতিষ্ঠানটি জানায়, চলতি অর্থবছরে ১৮৯টি শিল্পপ্রতিষ্ঠান বিডার কাছে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে স্থানীয় ১৭৭টি প্রতিষ্ঠান ১৮ হাজার ৫৮৬ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছে, যা গত বছরের চেয়ে ৫ হাজার ৮৮৭ কোটি টাকা বেশি। সে অনুযায়ী এ বছর স্থানীয় পর্যায়ে বিনিয়োগ প্রস্তাব বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ।
স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে রাসায়নিক শিল্প খাতে। এ ছাড়া সেবা, প্রকৌশল ও টেক্সটাইল খাতেও উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। একই সময়ে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ৪৬ শতাংশ বেড়েছে।
বিডার তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে সাতটি শতভাগ বিদেশি ও পাঁচটি যৌথ মালিকানার প্রতিষ্ঠান মোট ১ হাজার ৮৭৭ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। গত অর্থবছরে শতভাগ বিদেশি ও যৌথ মালিকানা মিলিয়ে ২০টি শিল্পপ্রতিষ্ঠান ১ হাজার ২৮৫ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। আর চলতি বছর বিদেশিরা সবচেয়ে বেশি বিনিয়োগ করতে চেয়েছেন কৃষি খাতে। এ ছাড়া টেক্সটাইল, সেবা ও প্রকৌশল খাতে বিনিয়োগের বেশ কিছু প্রস্তাব এসেছে।
ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক সক্রিয় হয়ে ওঠেন।
২ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
৩ ঘণ্টা আগেদেশের মুদ্রাবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে লেনদেন চলছে পুরোদমে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় আজ ডলারের দাম কিছুটা কমেছে। এদিন ইউরোর দাম কিছুটা কমলেও ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম কিছুটা বেড়েছে।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে, ভারতের রপ্তানির প্রায় ৭০ শতাংশ, যার আর্থিক মূল্য ৬০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, এখন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের আওতায় পড়েছে। ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের (আইসিআরআইইআর)
৫ ঘণ্টা আগে