Ajker Patrika

সোনার দাম বাড়ল আরও, ভরি ১ লাখ ৭৪ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোনার দোকানের তাকগুলো খালি করে রাখা হয়েছে নিরাপত্তাহীনতার কারণে। এখন স্বর্ণ ছাড়াই বসে রয়েছেন দোকানিরা। গতকাল চট্টগ্রাম নগরের দিদার মার্কেটে। ছবি: আজকের পত্রিকা
সোনার দোকানের তাকগুলো খালি করে রাখা হয়েছে নিরাপত্তাহীনতার কারণে। এখন স্বর্ণ ছাড়াই বসে রয়েছেন দোকানিরা। গতকাল চট্টগ্রাম নগরের দিদার মার্কেটে। ছবি: আজকের পত্রিকা

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম বাড়ছে ১ হাজার ৬৬৮ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকা। নতুন এই দর সারা দেশে আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৬ আগস্ট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। আর চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। দেশের বাজারে সেটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, কাল রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭৪ হাজার ৩১৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৬ হাজার ৩৯৮ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৬৬৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ১৭৮ টাকা দাম বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যে নম্বর থেকে ফোনকল এলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

নেত্রকোনায় হত্যার প্রতিশোধ নিতে পাল্টা হামলা, নিহত ২

চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার

এআই চ্যাটবটকে যে ১০ তথ্য কখনো দেবেন না

১৪৪ ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সেনা মোতায়েন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত