Ajker Patrika

আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে কমবে তেলের দাম: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯: ৪৩
আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে কমবে তেলের দাম: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে সরকার দেশে তেলের দাম কমাবে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। আজ বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। 

অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো ওঠানামা করছে। আগের দিন ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে, তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার পর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন তেলের দাম কমানোর প্রস্তাব দিলে তাঁরা তা বিবেচনা করবেন। 

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করে। এরপর থেকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ ব্যবসায়ীদের সংগঠনগুলো তেলের দাম কমানোর দাবি করে আসছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত