টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানাপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ককটেলসদৃশ দুটি বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।
এদিকে টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি ও শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়।
শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে চেপে দুষ্কৃতকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে হয়তো এমনটি হতে পারে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেলসদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, ছয়আনী পুকুরপাড়, আদালতপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, থানাপাড়া এলাকায় এসব বিস্ফোরণ হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ককটেলসদৃশ দুটি বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।
এদিকে টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি ও শহর আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি পাওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়। অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়।
শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে চেপে দুষ্কৃতকারীরা শহরের বিভিন্ন স্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে হয়তো এমনটি হতে পারে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেলসদৃশ দুটি বিস্ফোরক পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসছে। যাত্রী চাহিদা মেটাতে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে, আর রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে।
৬ মিনিট আগেরাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের সমাধীনগর গ্রামের এক পরিবারে একসঙ্গে তিনজন বিসিএসে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁরা হলেন—ডা. শিবাজী প্রসাদ বিশ্বাস, তাঁর ছোট ভাই ডা. গৌরব বিশ্বাস এবং শিবাজীর স্ত্রী ডা. ইন্দ্রানী সাহা।
১ ঘণ্টা আগে‘শিক্ষকতা করে যে বেতন পেতাম তাতে আমার সংসার কোনো রকমে চলে যেত। প্রায় পাঁচ বছর আগে অবসর নেওয়ার পর এখন আর চলতে পারছি না। বেকার জীবনে নানা রোগ দেহে বাসা বেঁধেছে। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করতে না পারায় বিছানায় পড়ে গেছি।
১ ঘণ্টা আগেসাগরে লঘুচাপের কারণে লক্ষ্মীপুর জেলাজুড়ে রাতভর ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। জেলায় কখনো ভারী, কখনো হালকা, আবার কখনো মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত হয়েছে।
২ ঘণ্টা আগে