নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে ধানখেতের আইল থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাঠুরী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অঞ্জনা বেগম (৪২) বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।
অঞ্জনা বেগমের ছেলের বউ প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পান কাঠুরী গ্রামের একটি ধানখেতের আইলে এক নারীর লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তাঁর শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছেন।
নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের জন্য বাইরে চলে যাই। বাড়ি ফিরে এসে ছেলেবউদের কাছে তাদের শাশুড়ি কোথায় গেছে জানতে চাইলে বলে বাপের বাড়ি গেছে। সকালে খবর পাই ধানখেতে পড়ে আছে।’
নিহত ওই নারীর বাবা গনি মিয়া বলেন, ‘আমার মেয়ে কাল বাড়িতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।’
স্থানীয় বাসিন্দা বাহাদুর মিয়া বলেন, ‘সকাল ৭টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিনঘরে যাওয়ার সময় খেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
টাঙ্গাইলের নাগরপুরে ধানখেতের আইল থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাঠুরী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অঞ্জনা বেগম (৪২) বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।
অঞ্জনা বেগমের ছেলের বউ প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পান কাঠুরী গ্রামের একটি ধানখেতের আইলে এক নারীর লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তাঁর শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছেন।
নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের জন্য বাইরে চলে যাই। বাড়ি ফিরে এসে ছেলেবউদের কাছে তাদের শাশুড়ি কোথায় গেছে জানতে চাইলে বলে বাপের বাড়ি গেছে। সকালে খবর পাই ধানখেতে পড়ে আছে।’
নিহত ওই নারীর বাবা গনি মিয়া বলেন, ‘আমার মেয়ে কাল বাড়িতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।’
স্থানীয় বাসিন্দা বাহাদুর মিয়া বলেন, ‘সকাল ৭টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিনঘরে যাওয়ার সময় খেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
রাঙামাটি জেলা পরিষদে আজ বুধবার সকালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা পরিষদের কর্মকর্তাদের অনুপস্থিতি, টেন্ডার বাণিজ্য, পদায়নে ঘুষ গ্রহণ, বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের তদন্তে এই অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগেগ্রাম আদালতে ছোটখাটো অভিযোগ নিষ্পত্তি হলে অনেক মামলা কম হবে। মানুষ স্বল্প সময়ে ও সহজে বিচার পাবে। আর এতে কমবে মামলাজটও। আজ বুধবার আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
১০ মিনিট আগেঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে সবুজ পাতা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে একটি রেইনট্রিগাছ। স্থানীয় বাসিন্দাদের মতে, গাছটির বয়স ১৫০ বছর হবে। প্রাচীন গাছটি এখন কাটতে চাইছে প্রশাসন। তবে তাতে বাধ সেধেছেন এলাকাবাসী।
৩৬ মিনিট আগে