সিলেটে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু
সিলেট নগরীতে হিট স্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার নগরীর দক্ষিণ সুরমা কাজির বাজার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রচণ্ড গরমে রিকশা চালানোয় হিট স্ট্রোকে ওই চালক মারা গেছেন। তবে চিকিৎসক ও আবহাওয়া অফিস বলছে, সিলেটে হিট স্ট্রোক করার মতো তাপমাত্রা নয়।