মৌলভীবাজারে কমেছে বৃক্ষ আচ্ছাদিত জায়গা
পাহাড়, টিলা আর বনজঙ্গলে আচ্ছাদিত জেলা মৌলভীবাজার। এখানকার সংরক্ষিত বনের গাছ, বাঁশ, বেত উজাড়ের পাশাপাশি জায়গা দখল করে নেওয়া হচ্ছে; যার প্রভাবে কমে আসছে বৃক্ষ আচ্ছাদিত বনের পরিমাণ। সর্বশেষ বন জরিপে এই চিত্র দেখা গেছে।