Ajker Patrika

হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন উপজেলার কাতিয়া গ্রামের লোকমান মিয়া (২০) ও রুবেল মিয়া (২০)। 

স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ অক্টোবর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চবিদ্যালয়ে নতুন ভোটার হওয়ার জন্য লাইনে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মিজানুর রহমান (২০) নামের এক তরুণ আহত হন। পরে ২৯ অক্টোবর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরদিন মিজানুরের বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে লোকমান মিয়া ও রুবেল মিয়াসহ তিন জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। 

এ নিয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, ‘মামলার পর থেকে আসামিরা পলাতক। গতকাল সোমবার রাতে মামলার এজাহারভুক্ত লোকমানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রাতে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে রুবেল মিয়াকে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেপ্তার করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত