Ajker Patrika

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে কারাগারে পাঠালেন আদালত

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২০
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে কারাগারে পাঠালেন আদালত

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকালে সাবেক এই মন্ত্রীকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ফারহান সাদিক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাশুক আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রীকে আদালতে হাজির করা হলে দুই পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক পরিকল্পনামন্ত্রীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘আমরা আদালতকে বোঝানোর চেষ্টা করেছি, ওনার শারীরিক অবস্থা ভালো না। আদালত সবকিছু বিবেচনা করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’

আইনজীবী মাশুক আলম আরও বলেন, ‘আজ সংশ্লিষ্ট আদালত না থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী তারিখে আমরা তাঁর রিমান্ড চাইব। যাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সবকিছু জানা যায়, কাদের পরিকল্পনায় ছাত্রদের হত্যা করা হয়েছে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল করচ বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত