হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।
তাঁরা হলেন–সাবেক এমপি মো. আবু জাহির, তাঁর স্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন ও মো. বদরুল আলম।
নোটিশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দুদকের হবিগঞ্জ কার্যালয়ে দাখিল করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে হবিগঞ্জের বিশেষ জজ আদালত আবু জাহির ও তাঁর পরিবারের নামে থাকা ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন। দুদকের অভিযোগ, তাঁদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে।
এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বাড়ির দেয়ালে নোটিশ টানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত। হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় তাঁর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে এক সপ্তাহের মধ্যে বাসাটিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।
তাঁরা হলেন–সাবেক এমপি মো. আবু জাহির, তাঁর স্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন ও মো. বদরুল আলম।
নোটিশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দুদকের হবিগঞ্জ কার্যালয়ে দাখিল করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে হবিগঞ্জের বিশেষ জজ আদালত আবু জাহির ও তাঁর পরিবারের নামে থাকা ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন। দুদকের অভিযোগ, তাঁদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে।
এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বাড়ির দেয়ালে নোটিশ টানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত। হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় তাঁর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে এক সপ্তাহের মধ্যে বাসাটিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
২১ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
২৫ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৩৬ মিনিট আগে