সিলেট প্রতিনিধি
সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সিলেটের জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের বলাউড়ায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ছয় যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অটোরিকশাচালকের অবস্থা গুরুতর।
সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সিলেটের জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের বলাউড়ায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ছয় যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অটোরিকশাচালকের অবস্থা গুরুতর।
ঢাকার কেরানীগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেনাটোর শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৫৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আজ রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেমেহেন্দীগঞ্জ ও হিজলায় মেঘনার একাংশে ইলিশ নিধনকারী জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করেছে। হামলায় ইলিশ সম্পদ প্রকল্পের উপপরিচালক মো. নাসির উদ্দিনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেএস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই।’
৪২ মিনিট আগে