Ajker Patrika

সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট নগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শাহেদ মোশারফ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মোশারফ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়াপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার। 

পুলিশ বলছে, শাহেদ মোশারফ লালবাজারে অবস্থিত লাভলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে ভাড়ায় থাকতেন। তিনি নগরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি যক্ষ্মা রোগী এবং তাঁর কাছ থেকে যক্ষ্মা রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও উদ্ধার করা হয়েছে। 

হোটেল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সকাল থেকে তিনি অসুস্থ ছিলেন। পরে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরের দিকে পুলিশ গিয়ে হোটেলের ২৫ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনি যক্ষ্মা রোগী। হোটেলে ১০০ টাকায় রুম ভাড়া নিয়ে থাকতেন আর ভিক্ষা করতেন। সকালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মৃত্যুবরণ করেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থতায় মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত