নিজস্ব প্রতিবেদক, সিলেট
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাচারের দায়ে সিলেটে ব্রিটিশ নাগরিকসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন প্রামাণিক আজ বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী, তাঁর স্ত্রী শাহিদা বেগম শান্তি, শ্যালক রিপন সিরাজ ও আব্দুল খালেক ওরফে মাখন উদ্দিন। রায়ে মিসবাহর ৮ বছর, তাঁর স্ত্রী শাহিদা, শ্যালক রিপন ও মামা খালেকের ৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ৮৭ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি ইবনে আলী মো. লুৎফুল কিবরিয়া শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিদা ছাড়া বাকিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। অর্থদণ্ড পরিশোধের জন্য ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে দণ্ডিত অর্থ পরিশোধ না করলে আসামিদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের ব্যাংকে অবরুদ্ধ টাকাসহ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আনা টাকা ও কেনা সম্পত্তি আদালত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন।’
দুদক ও আদালত সূত্র বলেছে, সিলেটের জকিগঞ্জের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ ও তাঁর সহযোগীরা মিলে ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে ৫০ লাখ পাউন্ডের বেশি অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে পাঠিয়েছেন। এ ঘটনায় ২০১২ সালের ৬ জুন যুক্তরাজ্যের হোম অফিসের এক চিঠির ভিত্তিতে মিসবাহ রবিন চৌধুরীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অনুসন্ধানে জানা যায়, মিসবাহ লন্ডনের এফএলপি সলিসিটরস নামের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার থাকাকালে ২০০৭-০৮ সালের মধ্যে নিজ নামে মোট ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে এই মানি লন্ডারিং করেন। ২০১১ সালের আগস্টে লন্ডনে গ্রেপ্তার হন মিসবাহ। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র দাখিল করে।
দুদক সিলেটের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শাহিদা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত। এ ছাড়া অন্য তিন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অর্থ পাচারের দায়ে সিলেটে ব্রিটিশ নাগরিকসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন প্রামাণিক আজ বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ উদ্দিন ওরফে রবিন চৌধুরী, তাঁর স্ত্রী শাহিদা বেগম শান্তি, শ্যালক রিপন সিরাজ ও আব্দুল খালেক ওরফে মাখন উদ্দিন। রায়ে মিসবাহর ৮ বছর, তাঁর স্ত্রী শাহিদা, শ্যালক রিপন ও মামা খালেকের ৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ৮৭ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি ইবনে আলী মো. লুৎফুল কিবরিয়া শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিদা ছাড়া বাকিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। অর্থদণ্ড পরিশোধের জন্য ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে দণ্ডিত অর্থ পরিশোধ না করলে আসামিদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের ব্যাংকে অবরুদ্ধ টাকাসহ মানি লন্ডারিংয়ের মাধ্যমে আনা টাকা ও কেনা সম্পত্তি আদালত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন।’
দুদক ও আদালত সূত্র বলেছে, সিলেটের জকিগঞ্জের বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মিসবাহ ও তাঁর সহযোগীরা মিলে ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে ৫০ লাখ পাউন্ডের বেশি অর্থ আত্মসাৎ করে বাংলাদেশে পাঠিয়েছেন। এ ঘটনায় ২০১২ সালের ৬ জুন যুক্তরাজ্যের হোম অফিসের এক চিঠির ভিত্তিতে মিসবাহ রবিন চৌধুরীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
অনুসন্ধানে জানা যায়, মিসবাহ লন্ডনের এফএলপি সলিসিটরস নামের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার থাকাকালে ২০০৭-০৮ সালের মধ্যে নিজ নামে মোট ১৩টি জাল মর্টগেজ আবেদনের মাধ্যমে এই মানি লন্ডারিং করেন। ২০১১ সালের আগস্টে লন্ডনে গ্রেপ্তার হন মিসবাহ। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র দাখিল করে।
দুদক সিলেটের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে শাহিদা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত। এ ছাড়া অন্য তিন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
২ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে