Ajker Patrika

সিলেটে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫৩

প্রতিনিধি
সিলেটে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫৩

সিলেট: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে আক্রান্ত হয়েছে ৫৩ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তি সিলেটের বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট রোগীর সংখ্যা ৪৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৬৪ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৯৯ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৯০৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৮৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫৮২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭২২ জন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের ৬২ জন সিলেট জেলার ও ১০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৬২৫ জন।

সিলেটের বিভাগের চার জেলা মিলে ২৩২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২২০ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে দুজন ও মৌলভীবাজারে ছয়জন চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত