Ajker Patrika

প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী, ৯ দিন পর আটক

প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট) 
প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী, ৯ দিন পর আটক

ফোনে পরিচয়। এরপর প্রেম। দীর্ঘদিন ধরে চলছিল তাঁদের যোগাযোগ। এরপর সন্তান সংসার ছেড়ে নতুন জনের সঙ্গে সংসার পাততে ঘর ছেড়ে বের হন। পালিয়ে যাওয়ার নয় দিনের মাথায় প্রেমিকসহ ধরে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের।

সূত্র জানায়, গত ১১ জুলাই ভোরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী দুই সন্তানের মা তানিয়া বেগম (২৮), তাঁর প্রেমিক এক সন্তানের জনক সোহেল রানার হাত ধরে ঘর ছাড়েন। হোটেল বয় সোহেল রানা (২৮) মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় ‘স্ত্রী নিখোঁজের’ ডায়েরি করেন আমিনুর রহমান। জিডির তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার এসআই অলক দাস। তিনি বলেন, ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বাড়ি থেকে দুজনকে আটক করি। উদ্ধার করা হয় প্রায় নয় ভরি স্বর্ণালংকার। পরদিন ২০ জুলাই ৫৪ ধারায় সিলেট আদালতে পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই নারী নিজের সিদ্ধান্তেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিকসহ তাঁকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত