Ajker Patrika

কমলগঞ্জের চা-কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬: ৫৫
কমলগঞ্জের চা-কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে চা-কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শমশেরনগর চা-বাগানের খ্রিষ্টান মিশনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গলের চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে নারী চা-শ্রমিক, চা-ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্রছাত্রীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার মোন আমিনুর রহমান, পাত্রখোলা চা-বাগানের কর্মচারী চম্পক কুর্মী, শমশেরনগর চা-বাগানের শ্রমিক ও নারী নেত্রী মণি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলের নিজ বাসায় রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা হতে পারে না, কারণ মরদেহের পা দুটি মেঝের সঙ্গে ছিল। পুলিশ মরদেহ উদ্ধারকালে এ ব্যাপারে সন্দেহ পোষণ করে। এ ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার কাকা রামপ্রসাদ কুর্মী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুর্মীকে গ্রেপ্তার করে। 

বক্তারা আরও বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা দাম্পত্য বিরোধ ছিল। এ কারণেই হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস দেওয়া হয়। পুলিশ যেহেতু স্বামীকে গ্রেপ্তার করেছে, এখন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত