বন্যার পানি কমলেও, চারদিকে বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। স্মরণকালের বন্যায় সিলেটের লাখ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ভেসে গেছে অনেক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। বানভাসি মানুষের আহাজারির কথা ভেবে এগিয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা ফারদিন হাসান তারেক। বিগত কয়েক দিন ধরেই তিনি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ক্ষুধার্তদের হাতে তুলে দেন ত্রাণের প্যাকেট দিয়েছেন।
ফারদিনের দেওয়া ত্রাণের বিষয়ে পঞ্চাশোর্ধ্ব এক বানভাসি বলেন, ‘আমি জুতা সেলাইয়ের কাজ করে খাই। এবারের মতো বন্যা আমি বিগত ৫০ বছরেও দেখিনি। বাড়ির ওপর দিয়ে প্রবল বেগে পানি যাওয়ায় আমার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণের ক্ষমতা আমার নাই। কয়েক দিন আগে ত্রাণ পেয়েছিলাম। আজ আবার পেলাম। তবে আজকের এই ত্রাণে মমতা ছিল, ভালোবাসা ছিল। পানিতে নেমে আমার বাসায় খাবার নিয়ে কেউ আসবে, ভাবতেও পারিনি।’
বানভাসি এলাকায় কাজ করার বিষয়ে ফারদিন বলেন, ‘এবারের বন্যায় সিলেটের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কত দিন লাগবে মহান আল্লাহ জানেন। এলাকা ঘুরে দুর্গত মানুষদের অবস্থা দেখে কষ্ট লাগছে। ভাবলাম রাতে আমি খাবার খাব কিন্তু আমার আশপাশের মানুষগুলো হয়তো না খেয়ে আছে। এই ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে খাবারের প্যাকেট নিয়ে ছুটে গেছি ক্ষুধার্তদের বাড়ি বাড়ি। নিজ হাতে খাবার প্যাকেট তুলে দিয়েছি তাদের হাতে। এর চেয়ে বড় শান্তি আর কী হতে পারে?’
বন্যার পানি কমলেও, চারদিকে বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। স্মরণকালের বন্যায় সিলেটের লাখ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ভেসে গেছে অনেক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। বানভাসি মানুষের আহাজারির কথা ভেবে এগিয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা ফারদিন হাসান তারেক। বিগত কয়েক দিন ধরেই তিনি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ক্ষুধার্তদের হাতে তুলে দেন ত্রাণের প্যাকেট দিয়েছেন।
ফারদিনের দেওয়া ত্রাণের বিষয়ে পঞ্চাশোর্ধ্ব এক বানভাসি বলেন, ‘আমি জুতা সেলাইয়ের কাজ করে খাই। এবারের মতো বন্যা আমি বিগত ৫০ বছরেও দেখিনি। বাড়ির ওপর দিয়ে প্রবল বেগে পানি যাওয়ায় আমার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণের ক্ষমতা আমার নাই। কয়েক দিন আগে ত্রাণ পেয়েছিলাম। আজ আবার পেলাম। তবে আজকের এই ত্রাণে মমতা ছিল, ভালোবাসা ছিল। পানিতে নেমে আমার বাসায় খাবার নিয়ে কেউ আসবে, ভাবতেও পারিনি।’
বানভাসি এলাকায় কাজ করার বিষয়ে ফারদিন বলেন, ‘এবারের বন্যায় সিলেটের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কত দিন লাগবে মহান আল্লাহ জানেন। এলাকা ঘুরে দুর্গত মানুষদের অবস্থা দেখে কষ্ট লাগছে। ভাবলাম রাতে আমি খাবার খাব কিন্তু আমার আশপাশের মানুষগুলো হয়তো না খেয়ে আছে। এই ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে খাবারের প্যাকেট নিয়ে ছুটে গেছি ক্ষুধার্তদের বাড়ি বাড়ি। নিজ হাতে খাবার প্যাকেট তুলে দিয়েছি তাদের হাতে। এর চেয়ে বড় শান্তি আর কী হতে পারে?’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে