হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে থামাতে গিয়ে শৈলেশ বর্মণ (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ বুধবার সকালে শহরের নাতিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলেশ বর্মণ পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী জানান, শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল রশিদ ও একই এলাকার রঞ্জিত বর্মণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মণ নিহত হন। পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শৈলেশ বর্মণের ছেলে স্বপ্ন বর্মণ বলেন, ‘আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মণ তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আমার বাবাকে আব্দুল রশিদ ধাক্কা দিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মোবারক হোসেন বলেন, সকালে শহরের নাতিরাবাদ দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মণ নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিবেশ শান্ত আছে।
হবিগঞ্জে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে থামাতে গিয়ে শৈলেশ বর্মণ (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ বুধবার সকালে শহরের নাতিরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলেশ বর্মণ পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী জানান, শহরের নাতিরাবাদ এলাকার আব্দুল রশিদ ও একই এলাকার রঞ্জিত বর্মণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মণ নিহত হন। পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ফাতেমা আক্তার নিশি তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শৈলেশ বর্মণের ছেলে স্বপ্ন বর্মণ বলেন, ‘আব্দুল রশিদ ও রঞ্জিত বর্মণ তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আমার বাবাকে আব্দুল রশিদ ধাক্কা দিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মোবারক হোসেন বলেন, সকালে শহরের নাতিরাবাদ দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সংঘর্ষ থামাতে গিয়ে শৈলেশ বর্মণ নামে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিবেশ শান্ত আছে।
নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারী জাইমা খাতুনকে (৩৫) হত্যার ঘটনায় তাঁর ভাই আসানুল খাঁ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগেকক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা তিন রাস্তার মোড় গ্রামে এই ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনার গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত এ যানযট রয়েছে।
১ ঘণ্টা আগে