Ajker Patrika

সিলেটে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ডাদেশ

সিলেটে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে এক নারীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিন এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পারভীন আক্তার (২৫) সিলেটের পীরেরবাজার শাহসুন্দর মাজার সংলগ্ন এলাকার নিহত আলী হোসেনের (২৮) স্ত্রী। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৫ সালের ৮ নভেম্বর স্বামী আলী হোসেনকে কুপিয়ে হত্যা করা করেন পারভীন বেগম। এ ঘটনায় পরদিন শাহপরান থানায় মামলা করেন নিহতের ভাই মো. জমির হোসেন। 

ঘটনার পর গ্রেপ্তার পারভীন বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। এই ঘটনায় একমাত্র আসামি পারভীনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহপরান (র.) থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলে মাসুদ। মামলাটি বিচারের জন্য ওই বছরের ১০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালত বিচার কাজ শুরু করেন বলে জানান পিপি নওশাদ। 

শুনানিতে ২৪ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া শেষে বিচারক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মামলায় আসামিপক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন এপিপি নাসির উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত