Ajker Patrika

শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
গাছ পড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা
গাছ পড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়। সকালে বৃষ্টির কারণে একটি বড় গাছ সড়কে পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে অটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘সকালে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ যাচ্ছিলাম। সড়কে গাছ পড়ার কারণে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। লাউয়াছড়ায় সড়কে অনেক গাছ এখনো ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কখন কার ওপরে এগুলো পড়ে ঠিক নাই। এসব বিষয় দেখা জরুরি।’

কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খবর পাই লাউয়াছড়া সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। পরে দ্রুত আমরা সেখানে পৌঁছাই। প্রায় ২ ঘণ্টা বৃষ্টিতে ভিজে আমরা রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত