Ajker Patrika

কমলগঞ্জে বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৮: ৪৫
কমলগঞ্জে বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

মৌলভীবাজারের কমলগঞ্জ বিয়ের এক দিন আগে কনের বাড়িতে ডাকাতি হয়েছে। আজ রোববার শেষরাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মিছির মিয়ার বাড়িতে এ ডাকাতি হয়। 

জানা গেছে, আগামীকাল সোমবার ১৪ অক্টোবর মিছির মিয়ার ছোট মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে কেনাকাটা করা হয়েছে। বিয়ের জন্য নগদ টাকা ও স্বর্ণালংকার কিনে আনা হয়েছিল। রোববার রাতে ঘরের দরজা ভেঙে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখমুখ বেঁধে ফেলে। পরে এক এক করে ঘরে থাকা প্রায় ৪ বড়ি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ঘরের ভেতরে থাকা লোকজন ডাকচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে। 

ভুক্তভোগী মিছির মিয়া বলেন, ‘রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের কেচিগেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী ও ছেলে-মেয়েসহ সবাইকে বেঁধে ফেলে। আমাকে অনেক মেরেছে। এক এক করে ঘরে থাকা আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়ে গেছে। আমরা থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ 

প্রতিবেশী শহীদ ও আমিন মিয়া বলেন, ‘সোমবার মিছিরের মেয়ের বিয়ে। আর আজ তার ঘরে ঢুকে ডাকাতরা সব নিয়ে গেল। এখন মানুষটা চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। সকলের সহযোগিতায় যেন বিয়েটা দিতে পারে সেই কামনা করছি।’ 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘খবর শুনে দ্রুত পুলিশ পাঠিয়েছি। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত