Ajker Patrika

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা
রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

বিগঞ্জ শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনামুল হাসান সাকিব হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, এনামুল হাসান সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেন তিনি। শহরের আলোচিত ছাত্রনেতা মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় এনামুল হাসান সাকিবের নাম প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন । তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সেনাবাহিনীর সহযোগিতায় সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত