Ajker Patrika

বৃহস্পতিবার সিলেটে তাপমাত্রা আরও বাড়বে 

সিলেট প্রতিনিধি
বৃহস্পতিবার সিলেটে তাপমাত্রা আরও বাড়বে 

গত ৬ দিন ধরে সিলেটের তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। 

আজ বুধবার সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। আগামী শুক্রবার থেকে গরমের তীব্রতা কমে আসবে। পাশাপাশি আগামী ১৭ ও ১৮ জুলাই কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস সূত্রে জানা যায়, গত ৭ জুলাই থেকে সিলেটে তাপমাত্রা বাড়তে শুরু করে। ৭ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ১০ জুলাই ৩৫ দশমিক ৩ ডিগ্রি, ১১ জুলাই ৩৫ দশমিক ৫ ডিগ্রি, ১২ জুলাই ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, ‘সমুদ্রে লো প্রেশার সৃষ্টি হয়েছে। সাধারণত সাইক্লোনের পূর্বে এ রকম তাপদাহ হয়। তবে মুনসুনের সাইক্লোন বেশি শক্তিশালী হয় না। এই তাপমাত্রা শুক্রবার থেকেই কমতে শুরু করবে। সিলেটে ১৭ জুলাই থেকে ও সুনামগঞ্জে ১৮ জুলাই তারিখে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত