Ajker Patrika

মে দিবসে খাবার ও বেতনসহ সর্বাত্মক ছুটির দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০: ৩৭
মে দিবসে খাবার ও বেতনসহ সর্বাত্মক ছুটির দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস বা মহান মে দিবসে খাবার ও বেতনসহ সর্বাত্মক ছুটির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার বিকেলে ক্বিন ব্রিজের মুখে জমায়েত হয়ে এ বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পশ্চিম জিন্দাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, হোটেল শ্রমিকেরা সারা বছর মালিকের প্রতিষ্ঠানে কাজ করলেও পয়লা মে মহান সারা বিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। ১ মে সারা বিশ্বের শ্রমিকশ্রেণি ছুটি ভোগ করে থাকে। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করে থাকে। মে দিবসে ছুটি শ্রমিকদের আইনস্বীকৃত অধিকার হলেও হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের ছুটি দিতে মালিকেরা নানা টালবাহানা করে থাকেন। 

মে দিবসের আগে প্রতিষ্ঠানের কর্মচারীদের ছুটি দিলেও পরবর্তীতে প্রতিষ্ঠান চালু করে শ্রমিকদের কাজে যোগদান করতে বাধ্য করেন, কাজে না আসলে চাকরিচ্যুত করা হয়, যা সম্পূর্ণ বেআইনি। 

বক্তারা হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের ছুটি প্রদানের জন্য মালিকদের কাছে আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অর্জিত অধিকার বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। 

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনছার আলী পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহ্বায়ক  শুভ আজাদ (শান্ত), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির কোষাধ্যক্ষ মো. নাছির মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বদরুল আজাদ, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা কমিটির সভাপতি রাশেদ আহমদ, চন্ডিপুল কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত