Ajker Patrika

দুপুরে নদীতে ২ ভাই নিখোঁজ, বিকেলে মিলল একজনের লাশ 

হবিগঞ্জ প্রতিনিধি
দুপুরে নদীতে ২ ভাই নিখোঁজ, বিকেলে মিলল একজনের লাশ 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছিল। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আলাপুর আশ্রয়ণ কেন্দ্রের পাশে খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। 

বিকেলের দিকে মোশাহিদ মিয়ার (৬) মরদেহ উদ্ধার করা হলেও আজ রাত ৮টা পর্যন্ত জুনাঈদ মিয়ার (১০) সন্ধান পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। 

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি দুই ছেলেকে নিয়ে গতকাল শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে খালাতো ভাইয়ের সঙ্গে মোশাহিদ ও জুনাইদ নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এরপর তাদের সঙ্গে অন্য শিশুরা বাড়িতে এসে বিষয়টি জানায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু হবিগঞ্জ জেলার ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত