Ajker Patrika

কমলগঞ্জে নালা খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮: ৫৪
কমলগঞ্জে নালা খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে পানি নিষ্কাশন ও বোরো চাষের জন্য বাঘজুর নালা খননের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের কৃষকেরা স্থানীয় ইয়াবরণ বনে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে স্থানীয় কৃষক আব্বাস খান, ফিরুজ খান, আব্দুল কাদির, মুহিত আলী, মঈনুদ্দিন, আশরাফ খান ও নিলু চন্দ্র শীল বক্তব্য দেন। তাঁরা জানান, প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাঘজুর নালার পানি দিয়ে কয়েক হাজার হেক্টর জমি চাষাবাদ করা হয়। কিন্তু অনেক দিন ধরে সংস্কারের অভাবে এটি সরু হয়ে গেছে। পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় বর্ষা মৌসুমে আমন ফসল অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষবাদ করা যায় না।

মানববন্ধনে বক্তারা জানান, নালাটি খনন করলে শুষ্ক মৌসুমে কয়েক হাজার হেক্টর বোরো চাষ করা সম্ভব হবে। এ কারণে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘বাঘজুড় নালা খননের জন্য আমি উপজেলা সমন্বয় কমিটির মিটিংয়ে উত্থাপন করেছি।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ‘বাঘজুড় নালা খননের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত