Ajker Patrika

বিছানায় ঘুমন্ত ৩ মাসের শিশুর মরদেহ মিলল পুকুরে

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৩৯
বিছানায় ঘুমন্ত ৩ মাসের শিশুর মরদেহ মিলল পুকুরে

তিন মাসের কন্যাশিশুকে রাতে বিছানায় ঘুমিয়ে রেখে বাথরুমে যান তার মা। ফিরে এসে আর শিশুটিকে না পেয়ে সর্বত্র খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবার। 

গতকাল শুক্রবার রাতে সিলেটের নগরের ৪০ নম্বর ওয়ার্ডের মোগলাবাজার ইউনিয়নের পালপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নিহত শিশুটির নাম সাহেরা জান্নাত। সে ওই এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে। 

শিশুটির পরিবার বলছে, তিন মাসের শিশুকন্যা সাহেরা জান্নাতকে সন্ধ্যায় বিছানায় ঘুম পাড়িয়ে বাথরুমে গিয়েছিলেন তার মা। পরে তিনি ফিরে এসে দেখেন বিছানায় তার শিশুসন্তান নেই। এ সময় ঘরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার সময় প্রায় ১০০ মিটার দূরে বাড়ির পেছনের পুকুরে শিশুটির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

শিশুটির বাবা হাফিজ আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার মেয়ে কীভাবে পুকুরে গেল। কে তাকে সেখানে নিয়ে গেল? আমি আল্লাহর কাছে বিচার দিলাম।’ 

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে, শিশুটি কীভাবে মারা গেল। এর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত