সিলেট প্রতিনিধি
তিন মাসের কন্যাশিশুকে রাতে বিছানায় ঘুমিয়ে রেখে বাথরুমে যান তার মা। ফিরে এসে আর শিশুটিকে না পেয়ে সর্বত্র খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবার।
গতকাল শুক্রবার রাতে সিলেটের নগরের ৪০ নম্বর ওয়ার্ডের মোগলাবাজার ইউনিয়নের পালপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুটির নাম সাহেরা জান্নাত। সে ওই এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
শিশুটির পরিবার বলছে, তিন মাসের শিশুকন্যা সাহেরা জান্নাতকে সন্ধ্যায় বিছানায় ঘুম পাড়িয়ে বাথরুমে গিয়েছিলেন তার মা। পরে তিনি ফিরে এসে দেখেন বিছানায় তার শিশুসন্তান নেই। এ সময় ঘরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার সময় প্রায় ১০০ মিটার দূরে বাড়ির পেছনের পুকুরে শিশুটির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির বাবা হাফিজ আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার মেয়ে কীভাবে পুকুরে গেল। কে তাকে সেখানে নিয়ে গেল? আমি আল্লাহর কাছে বিচার দিলাম।’
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে, শিশুটি কীভাবে মারা গেল। এর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
তিন মাসের কন্যাশিশুকে রাতে বিছানায় ঘুমিয়ে রেখে বাথরুমে যান তার মা। ফিরে এসে আর শিশুটিকে না পেয়ে সর্বত্র খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবার।
গতকাল শুক্রবার রাতে সিলেটের নগরের ৪০ নম্বর ওয়ার্ডের মোগলাবাজার ইউনিয়নের পালপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুটির নাম সাহেরা জান্নাত। সে ওই এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
শিশুটির পরিবার বলছে, তিন মাসের শিশুকন্যা সাহেরা জান্নাতকে সন্ধ্যায় বিছানায় ঘুম পাড়িয়ে বাথরুমে গিয়েছিলেন তার মা। পরে তিনি ফিরে এসে দেখেন বিছানায় তার শিশুসন্তান নেই। এ সময় ঘরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার সময় প্রায় ১০০ মিটার দূরে বাড়ির পেছনের পুকুরে শিশুটির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির বাবা হাফিজ আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার মেয়ে কীভাবে পুকুরে গেল। কে তাকে সেখানে নিয়ে গেল? আমি আল্লাহর কাছে বিচার দিলাম।’
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে, শিশুটি কীভাবে মারা গেল। এর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১৬ মিনিট আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৩১ মিনিট আগেখুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ এবং দফায় দফায় সময় বাড়ানো হয়েছে আটবার। কিন্তু এর নির্মাণকাজ গত ৯ বছরেও শেষ হয়নি। কাজ চলছে ধীরগতিতে। মাটি ভরাট বাকি থাকাসহ কিছু ভবন অসম্পূর্ণ রয়েছে। ফলে গত মে এবং পরে জুলাই মাসে সময় নির্ধারণ করা হলেও গণপূর্ত বিভাগ কারাগারটি...
৩৬ মিনিট আগেরাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাসের জন্য যে ২০৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে, তার এক কোণে একটি খামার ছিল হাফিজুলের। সেটি অধিগ্রহণ করা হয়েছে। তবে এই হাফিজুলই এখন ক্যাম্পাসের হর্তাকর্তা। আজকের পত্রিকার হাতে আসা ভিডিও অনুযায়ী, তাঁর নির্দেশেই ক্যাম্পাস থেকে কাটা হয়েছে সহস্রাধিক গাছ।
১ ঘণ্টা আগে