সিলেট প্রতিনিধি
তিন মাসের কন্যাশিশুকে রাতে বিছানায় ঘুমিয়ে রেখে বাথরুমে যান তার মা। ফিরে এসে আর শিশুটিকে না পেয়ে সর্বত্র খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবার।
গতকাল শুক্রবার রাতে সিলেটের নগরের ৪০ নম্বর ওয়ার্ডের মোগলাবাজার ইউনিয়নের পালপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুটির নাম সাহেরা জান্নাত। সে ওই এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
শিশুটির পরিবার বলছে, তিন মাসের শিশুকন্যা সাহেরা জান্নাতকে সন্ধ্যায় বিছানায় ঘুম পাড়িয়ে বাথরুমে গিয়েছিলেন তার মা। পরে তিনি ফিরে এসে দেখেন বিছানায় তার শিশুসন্তান নেই। এ সময় ঘরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার সময় প্রায় ১০০ মিটার দূরে বাড়ির পেছনের পুকুরে শিশুটির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির বাবা হাফিজ আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার মেয়ে কীভাবে পুকুরে গেল। কে তাকে সেখানে নিয়ে গেল? আমি আল্লাহর কাছে বিচার দিলাম।’
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে, শিশুটি কীভাবে মারা গেল। এর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
তিন মাসের কন্যাশিশুকে রাতে বিছানায় ঘুমিয়ে রেখে বাথরুমে যান তার মা। ফিরে এসে আর শিশুটিকে না পেয়ে সর্বত্র খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবার।
গতকাল শুক্রবার রাতে সিলেটের নগরের ৪০ নম্বর ওয়ার্ডের মোগলাবাজার ইউনিয়নের পালপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুটির নাম সাহেরা জান্নাত। সে ওই এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
শিশুটির পরিবার বলছে, তিন মাসের শিশুকন্যা সাহেরা জান্নাতকে সন্ধ্যায় বিছানায় ঘুম পাড়িয়ে বাথরুমে গিয়েছিলেন তার মা। পরে তিনি ফিরে এসে দেখেন বিছানায় তার শিশুসন্তান নেই। এ সময় ঘরে ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার সময় প্রায় ১০০ মিটার দূরে বাড়ির পেছনের পুকুরে শিশুটির লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির বাবা হাফিজ আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বুঝতে পারছি না আমার মেয়ে কীভাবে পুকুরে গেল। কে তাকে সেখানে নিয়ে গেল? আমি আল্লাহর কাছে বিচার দিলাম।’
এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে, শিশুটি কীভাবে মারা গেল। এর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর উদ্যানসংলগ্ন এলাকাজুড়ে নিরাপত্তাহীনতা ঘিরে উঠেছে প্রবল উদ্বেগ। এ ঘটনার পরপরই উদ্যান ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত
৩ মিনিট আগেডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগেবিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তারা কারামুক্ত হন।
২০ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
২৩ মিনিট আগে