Ajker Patrika

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ৫৪
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলায় তাঁর নিজ বাড়ি হিজল করচ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান।

পুলিশ সুপার জানান, সুনামগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

জানা গেছে, ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের চেয়ারম্যান থাকাকালে ২০০৩ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন মান্নান।

তিনি ২০০৫ সালে আওয়ামী লীগে যোগ দিলে তিন বছর পর দলটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

নবম জাতীয় সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন তিনি।

২০১০ এবং ২০১৩ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 

দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত