Ajker Patrika

তাহিরপুর সীমান্ত থেকে ভারতীয় কয়লা ও মদ জব্দ 

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
তাহিরপুর সীমান্ত থেকে ভারতীয় কয়লা ও মদ জব্দ 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি পৃথক পৃথক অভিযানে ১৫০ কেজি ভারতীয় কয়লা ও ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। আজ শনিবার ভোরে এসব জব্দ করা হয়। 

লাউড়েরগড় বিওপির টহল দল সূত্রে যায় যায়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে উপজেলার জাদুকাটা নদী থেকে ১৫০ কেজি ভারতীয় কয়লা ও ১টি বারকি নৌকা আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে, চাঁনপুর বিওপির টহল দল উপজেলার রজনী লাইন থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে। 

তাহিরপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় কয়লা ও মদ জব্দ করা হয়েছেএকইদিনে চারাগাঁও বিওপির টহল দল উপজেলার লালঘাট থেকে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। সেই সঙ্গে লাউড়েরগড় বিওপির টহল দল জাদুকাটা নদী হতে ২৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে। 

এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি বলেন, জব্দকৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত