Ajker Patrika

সাতছড়ি জাতীয় উদ্যানে খাদ্যসংকট, লোকালয়ে বন্য প্রাণী

সহিবুর রহমান, হবিগঞ্জ
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ৪০
সাতছড়ি জাতীয় উদ্যানে খাদ্যসংকট, লোকালয়ে বন্য প্রাণী

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বিশেষ করে বানর খাবারের জন্য উদ্যানে ঘুরতে আসা মানুষের কাছে চলে আসছে।

বন্য প্রাণীর খাদ্যসংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্তরঞ্জন বর্মা। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট দেখা দেওয়ায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসছে।’

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে আসা তোফাজ্জাল হোসেন বলেন, ‘আগে বানর বা অন্য কোনো প্রাণীকে মানুষের এত কাছে আসতে দেখা যায়নি। ঘুরতে আসা মানুষ খাবার কিনে দেয় বানরদের।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন্য প্রাণীগুলো বেশির ভাগই গাছে থাকা খাদ্যের ওপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অনেক গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই খাদ্য আহরণ করতে তারা লোকালয়ে চলে আসছে।’

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্য প্রাণীরা শুধু খাদ্যসংকটের জন্য বাইরে আসে না, স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্য প্রাণীদের মাঝেমধ্যে বাইরে আসতে দেখা যায়।’ 

রেজাউল করিম আরও বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত