Ajker Patrika

সিলেটে সিনিয়র নেতাদের আশ্বাসে অনশন ভাঙলেন যুবদল নেতা–কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ০৫
সিলেটে সিনিয়র নেতাদের আশ্বাসে অনশন ভাঙলেন যুবদল নেতা–কর্মীরা

সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন কিছু নেতা-কর্মী। পরে বেলা ২টার দিকে সিনিয়র নেতা–কর্মীরা খবর পেয়ে অনশনস্থলে গিয়ে তাঁদের দাবি পূরণে আশ্বাস দেন। তখন অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

অনশন কর্মসূচিতে অংশ নেন—যুবদল নেতা কৃষ্ণ কুমার ঘোষ, শিহাব খান, রেজাউল ইসলাম সুমন, জাবের হোসেন, এনামুল কবির সোহেল, জাবেদ আহমদ, মোস্তাফিজুর রহমান, ফাহিম আহমদ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, কায়েস আহমেদ, মুহিব খান, সাদ্দাম আহমেদ, নয়ন শেখ, মারুফ আহমদ, তামিম আহমদ, সুয়েল আহমদ, রাশেদ আহমদ ও মারুফ আহমদ অনিক প্রমুখ।

অনশনকারী নেতারা বলেন, অবিলম্বে সিলেটে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাদের দাবি, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা হয়েছে। টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতা–কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। 

এ ছাড়া কমিটিতে সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তৃতীয় শক্তি দলের ভেতরে সুযোগ নিচ্ছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতা–কর্মীরা। 

এ সময় পদবঞ্চিতরা বলেন, ‘সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন সমন্বয়ের মাধ্যমে নতুন করে কমিটি করা হবে। আমরা শুধু আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি। 

‘এই কমিটি বাতিলে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। সোমবার আমরা সংবাদ সম্মেলন করব। এর পরের দিন আমরা সিলেটের পদবঞ্চিত নেতা–কর্মীদের নিয়ে মিছিল করব। সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত