Ajker Patrika

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ০০
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের মুক্তির দাবিতে মহাসড়কে নেমেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ সদর এলাকায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। 

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলার সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের। 

সরেজমিনে জানা গেছে, রোববার সকাল থেকে শান্তিগঞ্জ বাজারে ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে নেমে আসেন। 

শিক্ষার্থীরা শান্তিগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে যায়। এ সময় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি ঘুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নেয়। 

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা। আজ রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারেঅবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা ‘মান্নান ভাই গ্রেপ্তার, সুনামগঞ্জের হাহাকার’; ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’; ‘মিথ্যা মামলায় মান্নান ভাই, আমরা তোমার মুক্তি চাই’; ‘চেয়ে দেখ মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়। 

টানা দুই ঘণ্টা শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি সমাপ্ত করে। বিক্ষোভ মিছিল চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত