কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। তবু আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সে সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি তখন অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।’
গতকাল মঙ্গলবার বিকেলে নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। ২৪ বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ যেভাবে আমাকে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধাপরাধী? না, অথচ আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
জামায়াতের আমির বলেন, ‘বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি; ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে; হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সাড়ে ১৩ বছর সারা দেশে দলীয় কার্যালয় সিলগালা করে বন্ধ রাখা হয়েছিল। জামায়াতের নিবন্ধনও কেড়ে নেওয়া হয়।’
শফিকুর রহমান বলেন, ‘ছাত্রদের কোটা আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন ছিল, কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলনের কৃতিত্ব ছাত্র-জনতার। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হাত থেকে মুক্ত করে দেন।’
প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। তবু আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সে সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি তখন অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।’
গতকাল মঙ্গলবার বিকেলে নিজ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। ২৪ বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ যেভাবে আমাকে চেনে, অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধাপরাধী? না, অথচ আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
জামায়াতের আমির বলেন, ‘বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকে হারিয়েছি; ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে; হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। সাড়ে ১৩ বছর সারা দেশে দলীয় কার্যালয় সিলগালা করে বন্ধ রাখা হয়েছিল। জামায়াতের নিবন্ধনও কেড়ে নেওয়া হয়।’
শফিকুর রহমান বলেন, ‘ছাত্রদের কোটা আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন ছিল, কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। ওই আন্দোলনের কৃতিত্ব ছাত্র-জনতার। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হাত থেকে মুক্ত করে দেন।’
প্রসঙ্গত, ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের তুলাপুর গ্রামের বাসিন্দা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে