হবিগঞ্জ প্রতিনিধি
দুনীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘খেলা হবে! দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সেই খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের তরুণ প্রজন্মের ভোট, দলমত-নির্বিশেষে সবার ভোট নৌকা প্রতীকে দেওয়ার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘৮ একর জমির ওপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপর আর এই এলাকার কোনো যুবক-যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবে না, বিদেশে যেতে হবে না। চাকরির পেছনে দৌড়াতে হবে না। তারা এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি ও মো. আবু জাহির এমপি।
পরে বেলা ১১টায় জেলা শিল্পকলায় ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশবিষয়ক এক আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সেখানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
দুনীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘খেলা হবে! দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সেই খেলায় বঙ্গবন্ধুর সৈনিকেরা জিতবে। সব অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের তরুণ প্রজন্মের ভোট, দলমত-নির্বিশেষে সবার ভোট নৌকা প্রতীকে দেওয়ার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘৮ একর জমির ওপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণকাজ সম্পন্ন হবে। এরপর আর এই এলাকার কোনো যুবক-যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবে না, বিদেশে যেতে হবে না। চাকরির পেছনে দৌড়াতে হবে না। তারা এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি ও মো. আবু জাহির এমপি।
পরে বেলা ১১টায় জেলা শিল্পকলায় ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশবিষয়ক এক আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সেখানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
১৪ মিনিট আগেস্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে...
১৯ মিনিট আগেবগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
৩৭ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে