প্রতিনিধি, মৌলভীবাজার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আকবরকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর বন্ধু ও সহপাঠীরা। আজ ৮ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, ঢাকা থেকে আকবর কীভাবে চট্টগ্রাম গেল, কারা নিয়ে গেল, তাঁর সঙ্গে কে ছিল সেই বিষয়গুলো পুলিশ এখনো বের করতে পারেনি। আকবর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাই তার সহপাঠী ও স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।
ওয়াহিদূর রাহমান ডেনির সভাপতিত্বে ও মনজুরে মওলা তানজিমের সঞ্চালনায় এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—সুমন কান্তি দাশ, নাঈম, বর্ষণ ভট্টাচার্য, মনীষ দত্ত, দেওয়ান মোয়াজ, ওয়াকিব আহমেদ সৌরভ, তানভির, সোহাগ ও সায়েম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট আকবর হোসাইন খানকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিউতে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে চট্টগ্রামে একটি হত্যা মামলা দায়ের করেন আকবরের বোন। আকবরের মূল বাড়ি ধামরাই, ঢাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আকবরকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর বন্ধু ও সহপাঠীরা। আজ ৮ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, ঢাকা থেকে আকবর কীভাবে চট্টগ্রাম গেল, কারা নিয়ে গেল, তাঁর সঙ্গে কে ছিল সেই বিষয়গুলো পুলিশ এখনো বের করতে পারেনি। আকবর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাই তার সহপাঠী ও স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।
ওয়াহিদূর রাহমান ডেনির সভাপতিত্বে ও মনজুরে মওলা তানজিমের সঞ্চালনায় এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—সুমন কান্তি দাশ, নাঈম, বর্ষণ ভট্টাচার্য, মনীষ দত্ত, দেওয়ান মোয়াজ, ওয়াকিব আহমেদ সৌরভ, তানভির, সোহাগ ও সায়েম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট আকবর হোসাইন খানকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিউতে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে চট্টগ্রামে একটি হত্যা মামলা দায়ের করেন আকবরের বোন। আকবরের মূল বাড়ি ধামরাই, ঢাকা।
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের গবাদিপশু এবং কৃষিপণ্য পরিবহনের গাড়ি প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাধা দেয়। যাতায়াতে এ হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট)
১০ মিনিট আগেদুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালান।
১৩ মিনিট আগেজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন, ‘সাদাপাথরের কাছেই বিজিবির সুন্দর একটি ক্যাম্প দেখতে পাচ্ছি। এই ক্যাম্পের সামনে এত বড় একটা ঘটনা ঘটল এবং এক দিনে না কয়েক দিনে। আমরা পত্রিকায় দেখেছি যে লুট হয়েছে। আর আজকে এসে মনে হয়েছে,
১৩ মিনিট আগেচলন্ত বাসে হাত-পা বেঁধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে অজামিনযোগ্য কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে