Ajker Patrika

সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪: ৪১
সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ৩

সিলেটের ওসমনীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। ওসমনীনগর থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি তিনি। 

ওসি আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় বিকল হলে মেরামতের চেষ্টা করছিলো। এ সময় সিলেটগামী দ্রুতগতির অপর একটি ট্রাক এসে সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন ৫-৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

একইভাবে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম বলতে পারেনি তামাবিল হাইওয়ে থানার ওসি আবুল কাসেম। উভয় থানার ওসি জানান, নিহতদের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় মালবাহী ট্রাক ও নির্মাণ-শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত