হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর উপস্থিতিতেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে রানীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।
সম্মেলন চলাকালে বিকেল ৬টায় মঞ্চের এক পাশে হঠাৎ করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে চেয়ার দিয়ে মারতে থাকে। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে কী বিষয় নিয়ে এই মারামারি হয়েছে এবং কেন হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেননি জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, ‘সম্মেলন অনুষ্ঠানে যারা মারামারি করেছে তাদের শনাক্ত করা হবে। তারা নতুন কমিটিতে স্থান পাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে জানতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর উপস্থিতিতেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে রানীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।
সম্মেলন চলাকালে বিকেল ৬টায় মঞ্চের এক পাশে হঠাৎ করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে চেয়ার দিয়ে মারতে থাকে। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে কী বিষয় নিয়ে এই মারামারি হয়েছে এবং কেন হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেননি জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, ‘সম্মেলন অনুষ্ঠানে যারা মারামারি করেছে তাদের শনাক্ত করা হবে। তারা নতুন কমিটিতে স্থান পাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে জানতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। দুটি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ শেষে এমন ঘোষণা দেওয়া হয়।
৫ মিনিট আগেটেকনাফের সেন্ট মার্টিনে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার বিকেলে টেকনাফ পৌর বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।
৮ মিনিট আগেসিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের ‘রগ কেটে’ দিয়েছে দুর্বৃত্তরা। লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে সংগঠনের কোনো নেতা-কর্মীর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে
১০ মিনিট আগেকুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলায় কুড়িগ্রাম কারাগারে বন্দী থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে