Ajker Patrika

সিলেটে পাঁচ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আটক ৫

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের শাহপরান এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শাহপরান থানা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নগরের শাহপরান থানার খাদিমপাড়া দাসপাড়ার ৪ নম্বর রোডের মো. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) এবং দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। আটক ব্যক্তিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত