সিলেট প্রতিনিধি
সিলেটের শাহপরান এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শাহপরান থানা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নগরের শাহপরান থানার খাদিমপাড়া দাসপাড়ার ৪ নম্বর রোডের মো. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) এবং দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। আটক ব্যক্তিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে।
সিলেটের শাহপরান এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার শাহপরান থানা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নগরের শাহপরান থানার খাদিমপাড়া দাসপাড়ার ৪ নম্বর রোডের মো. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) এবং দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। আটক ব্যক্তিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে।
ঢাকার কেরানীগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেনাটোর শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৫৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আজ রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগেমেহেন্দীগঞ্জ ও হিজলায় মেঘনার একাংশে ইলিশ নিধনকারী জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করেছে। হামলায় ইলিশ সম্পদ প্রকল্পের উপপরিচালক মো. নাসির উদ্দিনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেএস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই।’
১ ঘণ্টা আগে