Ajker Patrika

বাহারি তরমুজে কৃষকের হাসি

প্রতিনিধি, মৌলভীবাজার
বাহারি তরমুজে কৃষকের হাসি

মাচায় দুলছে হলুদ, কালো ও সবুজ রঙের অসংখ্য তরমুজ। বাহারি রঙের এমন তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও বেশ সুস্বাদু। একনজর দেখতে ভিড় করছেন এলাকার মানুষ।

এক জমিতে তিন রঙের এমন তরমুজের দেখা মিলবে কমলগঞ্জ উপজেলায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্ল্যাক বেবি, মধুমালা ও হলুদ রঙ্গের ল্যান ফেই জাতের তরমুজ সবুজ পাতার ফাঁক গলে উঁকি মারছে। বিস্তৃত সবুজ প্রান্তরে ভিন্ন রঙের তরমুজ সৃষ্টি করেছে নয়নাভিরাম দৃশ্যের। কমলগঞ্জের সীমান্তঘেঁষা পাত্রকলা এলাকায় এ তরমুজের চাষ করেছেন আব্দুল মতিন। দুই বিঘা জমি জুড়ে তিন জাতের তরমুজ চাষ করেছেন তিনি। 

কথা হয় আব্দুল মতিনের সঙ্গে। তিনি জানান, এরই মধ্যে তরমুজ বিক্রি করা শুরু করেছেন। হলুদ রঙের হাইব্রিড ল্যান ফেই জাতটির সবচেয়ে বেশি ফলন হয়েছে। ফলের ওজন এবং আকারে সবাইকে আকর্ষণ করেছে। শুধু আকার নয় এর স্বাদও অসাধারণ। বাজারে দরও ভালো পাচ্ছেন। 

আব্দুল মতিন জানান, তিন জাতের তরমুজ চাষ করতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। আর এখন পর্যন্ত বিক্রি করেছেন ১ লাখ ২০ হাজার টাকার মতো। মাঠে যে পরিমাণ তরমুজ রয়েছে তাতে আরও দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। 

তবে করোনা পরিস্থিতি না থাকলে আরও লাভ করতে পারতেন বলে মনে করছেন আব্দুল মতিন। 

রঙে স্বাদে আকর্ষণীয় বাহারি তরমুজআব্দুল মতিনের তরমুজ খেত দেখতে আসেন স্থানীয় কৃষকেরা। তাঁরাও আগামীতে এই তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। কৃষক সোবহান মিয়া বলেন, এই তরমুজ দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক স্বাদ। অনেক মানুষ দূর–দূরান্ত থেকে এ তরমুজের জন্য আসে। অধিক লাভ পাওয়া যাবে। আগামীতে এই তরমুজ চাষের ইচ্ছা আছে। 

তরমুজের হাইব্রিড ল্যান ফেই জাতটির গা সবুজ ডোরাকাটা। ভেতরে হলুদ শাঁস। উত্তম পরিচর্যায় একেকটি তরমুজের ওজন হয় ৫ থেকে ৬ কেজি। সারা বছর মাচায় বা মাঠে চাষ করা যায়। ৬৫ থেকে ৭০ দিনে ফল সংগ্রহ করা যায়। 

তরমুজ খেত পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ–পরিচালক কাজী ‍লুৎফুল বারী। তিনি জানান, প্রথমবারের মতো গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল তরমুজ চাষের সফলতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনন্দিত। এখন সারা জেলায় তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত