নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যক্তি। এ সময় নিহতের পেটে স্কচটেপ দিয়ে মুড়ানো অবস্থায় ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ হলেন জেলার চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের জাকির হোসেন (২২)। আহত আজগর আলী (৫০) একই উপজেলার কালিশিরি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় হতাহত ও গাঁজা উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।
পুলিশ জানায়, আজ রোববার সকালে জাকির হোসেন ও আজগর আলী চুনারুঘাট থেকে মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এলে একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গুরুগর আঘাত পেয়ে ঘটনাস্থলে জাকির নিহত হন এবং আজগর আহত হন।
পুলিশ আরও জানায়, স্থানীয় লোকজন নিহত জাকিরের পেটে স্কচটেপ দিয়ে মুড়ানো অবস্থায় ও মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা দেখতে পান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের লাশ উদ্ধার করে। এ ছাগা জাকিরের পেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আহত আজগর আলীকে আটক করা হয়।
ওসি রেজাউল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটে স্কচটেপ পেঁচিয়ে ও সিটের নিচে করে জাকির ও আজগর সিলেটে গাঁজা পাচার করছিলেন। চুনারুঘাট থেকে সিলেট যাওয়ার পথে মহাসড়কে থাকা একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যক্তি। এ সময় নিহতের পেটে স্কচটেপ দিয়ে মুড়ানো অবস্থায় ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ হলেন জেলার চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের জাকির হোসেন (২২)। আহত আজগর আলী (৫০) একই উপজেলার কালিশিরি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় হতাহত ও গাঁজা উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।
পুলিশ জানায়, আজ রোববার সকালে জাকির হোসেন ও আজগর আলী চুনারুঘাট থেকে মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এলে একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে গুরুগর আঘাত পেয়ে ঘটনাস্থলে জাকির নিহত হন এবং আজগর আহত হন।
পুলিশ আরও জানায়, স্থানীয় লোকজন নিহত জাকিরের পেটে স্কচটেপ দিয়ে মুড়ানো অবস্থায় ও মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা দেখতে পান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের লাশ উদ্ধার করে। এ ছাগা জাকিরের পেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আহত আজগর আলীকে আটক করা হয়।
ওসি রেজাউল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটে স্কচটেপ পেঁচিয়ে ও সিটের নিচে করে জাকির ও আজগর সিলেটে গাঁজা পাচার করছিলেন। চুনারুঘাট থেকে সিলেট যাওয়ার পথে মহাসড়কে থাকা একটি ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ভাঙচুর করেছেন। এতে আহত হয়েছেন অন্তত তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লাগলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন আহমেদ রোমান (২৮) ও মুজিবুল হক দুর্জয় (২৫)। আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেসরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারের অপরাধে ৪৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
২ ঘণ্টা আগেঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুব মহিলা লীগ নেত্রী সারমিন মৌসুমি কেকার লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে