শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে দুই সন্তানসহ বিষপানে এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মায়ের নাম আখি আক্তার। তিনি বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায়। আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান স্ত্রী আখি আক্তারসহ তাঁর দুই ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) ঘরের ভেতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় ছেলে সিয়াম জানায়, তার মা প্রথমে নিজে বিষপান করে পরে তাদেরও বিষপান করিয়েছে। এসব শুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আহতদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানায়, তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। পারিবারিক কলহের জেরেই আখি বিষপান করেন।
শামসুল জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর আমার দুই সন্তানকে দিরাই হাসপাতালে নিয়ে আসি। ওরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন ওদের অবস্থা ভালো।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছিল। বিষ পানে মা আখি আক্তারের মৃত্যু হয়েছে, তার দুই ছেলে ভালো আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে দুই সন্তানসহ বিষপানে এক মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মায়ের নাম আখি আক্তার। তিনি বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শামসুল হকের স্ত্রী। সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যায়। আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান স্ত্রী আখি আক্তারসহ তাঁর দুই ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) ঘরের ভেতর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় ছেলে সিয়াম জানায়, তার মা প্রথমে নিজে বিষপান করে পরে তাদেরও বিষপান করিয়েছে। এসব শুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আহতদের শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানায়, তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। পরে সিলেট যাওয়ার পথে আখি আক্তার মারা যায়। পারিবারিক কলহের জেরেই আখি বিষপান করেন।
শামসুল জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর আমার দুই সন্তানকে দিরাই হাসপাতালে নিয়ে আসি। ওরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন ওদের অবস্থা ভালো।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছিল। বিষ পানে মা আখি আক্তারের মৃত্যু হয়েছে, তার দুই ছেলে ভালো আছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৪ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৯ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৯ মিনিট আগে