নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তালামীয নেতার ওপর শিবিরের হামলার ঘটনায় জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালের বোর্ডরুমে দুটি অভিভাবক সংগঠনের নেতাদের মধ্যে এ বৈঠক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষই ‘ভিন্ন ভিন্ন’ বক্তব্য দিয়েছে গণমাধ্যমে।
রাতে জামায়াতের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আপস নিষ্পত্তি’ হয়েছে। আর তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রশিবিরের হামলার দায় স্বীকার করে জামায়াত নেতাদের দুঃখপ্রকাশ’।
উভয় বিবৃতিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ভুল-বোঝাবুঝি আর যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।
আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ্ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, আল ইসলাহ্ নেতা মাওলানা জইন উদ্দিন, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত প্রমুখ।
বৈঠক শেষে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসলামী ছাত্রশিবির ও তালামীযে ইসলামিয়া—দুটিই আমাদের হৃদয়ের ভালোবাসার সংগঠন। তাদের মধ্যে এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, সে ঘটনা নিয়ে মূলত আজকে আমাদের এ বসা। এখানে জামায়াত, আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতারা রয়েছি। উভয় পক্ষের আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা এ ঘটনার স্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখপ্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে।’
ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত। তারা যেটা করেছে, সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। আমরা পরস্পরই ইসলামি সংগঠন। আমরা দেশ এবং জাতির ভালো চাই। আমরা দেশে একটি ইসলামি পরিবেশ চাই। আমাদের উভয় সংগঠনের একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এ জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুলত্রুটি, ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়—সেখানে ইসলামবিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। এই অবস্থায় যদি আর কখনো এ ধরনের কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়, আমরা পরস্পর বসে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব। কোনোক্রমেই যেন এসব বিষয়ে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করে, যেটা করলে ইসলামের ক্ষতি হয়। এ বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাব।’
ফখরুল ইসলাম আরও বলেন, ‘সে দিনের ঘটনায় শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ যেভাবে আহত হয়েছে, আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, দুঃখপ্রকাশ করছি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা ও তার সুস্থতাও আমরা কামনা করছি। পাশাপাশি তার পরিবার-পরিজনের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি।’
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তালামীয নেতার ওপর শিবিরের হামলার ঘটনায় জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালের বোর্ডরুমে দুটি অভিভাবক সংগঠনের নেতাদের মধ্যে এ বৈঠক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষই ‘ভিন্ন ভিন্ন’ বক্তব্য দিয়েছে গণমাধ্যমে।
রাতে জামায়াতের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আপস নিষ্পত্তি’ হয়েছে। আর তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রশিবিরের হামলার দায় স্বীকার করে জামায়াত নেতাদের দুঃখপ্রকাশ’।
উভয় বিবৃতিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ভুল-বোঝাবুঝি আর যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।
আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ্ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, আল ইসলাহ্ নেতা মাওলানা জইন উদ্দিন, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত প্রমুখ।
বৈঠক শেষে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসলামী ছাত্রশিবির ও তালামীযে ইসলামিয়া—দুটিই আমাদের হৃদয়ের ভালোবাসার সংগঠন। তাদের মধ্যে এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, সে ঘটনা নিয়ে মূলত আজকে আমাদের এ বসা। এখানে জামায়াত, আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতারা রয়েছি। উভয় পক্ষের আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা এ ঘটনার স্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখপ্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে।’
ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত। তারা যেটা করেছে, সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। আমরা পরস্পরই ইসলামি সংগঠন। আমরা দেশ এবং জাতির ভালো চাই। আমরা দেশে একটি ইসলামি পরিবেশ চাই। আমাদের উভয় সংগঠনের একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এ জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুলত্রুটি, ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়—সেখানে ইসলামবিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। এই অবস্থায় যদি আর কখনো এ ধরনের কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়, আমরা পরস্পর বসে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব। কোনোক্রমেই যেন এসব বিষয়ে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করে, যেটা করলে ইসলামের ক্ষতি হয়। এ বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাব।’
ফখরুল ইসলাম আরও বলেন, ‘সে দিনের ঘটনায় শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ যেভাবে আহত হয়েছে, আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, দুঃখপ্রকাশ করছি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা ও তার সুস্থতাও আমরা কামনা করছি। পাশাপাশি তার পরিবার-পরিজনের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে