Ajker Patrika

অবশেষে প্রশাসনের সহযোগিতায় হচ্ছে খাসিয়াদের বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’

২০২৩ সালে খাসি সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
২০২৩ সালে খাসি সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

শঙ্কা কেটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’কে নিয়ে। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে প্রশাসনের আর্থিক সহযোগিতায় আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এটি। এর আগে গত ১৮ নভেম্বর আজকের পত্রিকায় অর্থাভাবে হচ্ছে না ‘খাসি সেং কুটস্নেম’ এই শিরোনামে সংবাদ প্রচারিত হয়। তারপরই বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

জানা যায়, প্রতিবছর ২৩ নভেম্বর কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সম্প্রদায়ের বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠানটি করে আসছে খাসি সোশ্যাল কাউন্সিল। এ বছর পানের ব্যবসা মন্দার কারণে ও আর্থিক সংকট থাকায় ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠান হবে না বলে জানিয়েছিল খাসি সোশ্যাল কাউন্সিল। উল্লেখ্য, খাসিদের আয়ের ও জীবিকার প্রধান উৎস পান চাষ। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়।

জানা যায়, ২০০৯ সাল থেকে কমলগঞ্জের মাগুড়ছড়ায় বড় আকারে খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী এ উৎসবের আয়োজন করে আসছে। ‘সেং কুটস্নেম উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। এই উৎসবে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ এসে অংশ নেন। খাসিয়াদের নিজস্ব সংস্কৃতির পরিচয় পেতে দেশ–বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।

খাসিয়ারা জানান, অবশেষে বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠানটি হবে শুনে তাঁরা অনেক খুশি।

খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানের ব্যয় বহন করা হবে বলে আমাদের জানানো হয়েছে। একই সঙ্গে উৎসবের আয়োজন করার জন্য বলা হয়েছে। এই উৎসবে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির এসে অংশ নেন। দেশ–বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে আসেন।’

কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে গত বছরের খাসি সেং কুটস্নেম উৎসব। ছবি: আজকের পত্রিকা
কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে গত বছরের খাসি সেং কুটস্নেম উৎসব। ছবি: আজকের পত্রিকা

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, খাসিদের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ প্রশাসনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত