সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রক্তদাতাদের সংগঠন বাঁধনের কমিটিতে বিতর্কিত সদস্যদের রাখার অভিযোগ উঠেছে। বাঁধন একটি অরাজনৈতিক সংগঠন হলেও কমিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের রাখায় নতুন কমিটি ঘোষণার পর সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ সদস্যের বাঁধনের নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিকৃবি ছাত্রলীগের উপগ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম আলী আশরাফ। তা ছাড়া কমিটির সভাপতি জিহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন।
গত বছরের ১ সেপ্টেম্বর হওয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও করতে দেখা যায় বাঁধনের নতুন কমিটির সভাপতি জিহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিনকে। তাঁরা বাঁধনের কমিটিতে পদ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা ফেসবুকে পোস্ট করে তীব্র নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি এই কমিটি বিলুপ্ত করে সাধারণ শিক্ষার্থীদের দিয়ে রাজনীতিমুক্ত কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন।
সিকৃবির অ্যাগ্রিকালচার কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বাঁধনকে অরাজনৈতিক সংগঠন বলে জানলেও গত বছর থেকে সিকৃবিতে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে কমিটি হতে দেখছি। সিকৃবিতে সংগঠনটি বিতর্কিত হচ্ছে। জানি না বাঁধনের কেন্দ্রীয় নেতারা ব্যাপারটা জানে কি না। শুধু বাঁধন না, সিকৃবিতে অরাজনৈতিক সংগঠন প্রাধিকারের কমিটিতেও রাজনৈতিক নেতাদের স্থান হয়েছে। এ ছাড়া একাধিক সদস্যের ছাত্রলীগের কমিটিতে পদ ছিল এবং অনেকে সিভি জমা দিয়েছেন। এখন যদি ছাত্রলীগের নেতা-কর্মীদের পদ দেওয়া হয়, তাহলে কিছু বলার নেই। প্রশাসনের ব্যাপারগুলো আরও জোরালোভাবে দেখা উচিত।’
ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বাঁধনের নতুন কমিটির সভাপতি জিহাদ হোসেন বলেন, ‘আমরা আশরাফকে পদত্যাগপত্র জমা দিতে বলেছি। আর আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।’
বাঁধনের প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম আলী আশরাফ বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে আপনাকে কল দিচ্ছি।’ কিন্তু তিনি পরে আর ফোন দেননি।
এ বিষয়ে জানতে চাইলে সিকৃবির অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. সামিউল আহসান তালুকদার বলেন, ‘বাঁধনের সদস্যরা তাদের নিয়মতান্ত্রিক পন্থায় কমিটি করেছে। ওই খানে আমাদের প্রশাসনের থাকার কোনো সুযোগ নেই। গত সোমবার তারা কমিটি ঘোষণা করেছে। পরে আমরা জানতে পারলাম যে ছাত্রলীগের কমিটির একজন ঢুকে গেছে। গতকাল মঙ্গলবার আমাদের ছাত্র পরিচালক মহোদয় ওদের ডেকেছে। ওরা এসেছিল। ওদের ভুলবশত এটা হয়েছে। ওরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রক্তদাতাদের সংগঠন বাঁধনের কমিটিতে বিতর্কিত সদস্যদের রাখার অভিযোগ উঠেছে। বাঁধন একটি অরাজনৈতিক সংগঠন হলেও কমিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের রাখায় নতুন কমিটি ঘোষণার পর সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৭ সদস্যের বাঁধনের নতুন কমিটিতে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সিকৃবি ছাত্রলীগের উপগ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম আলী আশরাফ। তা ছাড়া কমিটির সভাপতি জিহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশী ছিলেন।
গত বছরের ১ সেপ্টেম্বর হওয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগদানের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও করতে দেখা যায় বাঁধনের নতুন কমিটির সভাপতি জিহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজিনকে। তাঁরা বাঁধনের কমিটিতে পদ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা ফেসবুকে পোস্ট করে তীব্র নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি এই কমিটি বিলুপ্ত করে সাধারণ শিক্ষার্থীদের দিয়ে রাজনীতিমুক্ত কমিটি দেওয়ার দাবি জানিয়েছেন।
সিকৃবির অ্যাগ্রিকালচার কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বাঁধনকে অরাজনৈতিক সংগঠন বলে জানলেও গত বছর থেকে সিকৃবিতে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে কমিটি হতে দেখছি। সিকৃবিতে সংগঠনটি বিতর্কিত হচ্ছে। জানি না বাঁধনের কেন্দ্রীয় নেতারা ব্যাপারটা জানে কি না। শুধু বাঁধন না, সিকৃবিতে অরাজনৈতিক সংগঠন প্রাধিকারের কমিটিতেও রাজনৈতিক নেতাদের স্থান হয়েছে। এ ছাড়া একাধিক সদস্যের ছাত্রলীগের কমিটিতে পদ ছিল এবং অনেকে সিভি জমা দিয়েছেন। এখন যদি ছাত্রলীগের নেতা-কর্মীদের পদ দেওয়া হয়, তাহলে কিছু বলার নেই। প্রশাসনের ব্যাপারগুলো আরও জোরালোভাবে দেখা উচিত।’
ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বাঁধনের নতুন কমিটির সভাপতি জিহাদ হোসেন বলেন, ‘আমরা আশরাফকে পদত্যাগপত্র জমা দিতে বলেছি। আর আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই।’
বাঁধনের প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম আলী আশরাফ বলেন, ‘এখন ব্যস্ত আছি। পরে আপনাকে কল দিচ্ছি।’ কিন্তু তিনি পরে আর ফোন দেননি।
এ বিষয়ে জানতে চাইলে সিকৃবির অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. সামিউল আহসান তালুকদার বলেন, ‘বাঁধনের সদস্যরা তাদের নিয়মতান্ত্রিক পন্থায় কমিটি করেছে। ওই খানে আমাদের প্রশাসনের থাকার কোনো সুযোগ নেই। গত সোমবার তারা কমিটি ঘোষণা করেছে। পরে আমরা জানতে পারলাম যে ছাত্রলীগের কমিটির একজন ঢুকে গেছে। গতকাল মঙ্গলবার আমাদের ছাত্র পরিচালক মহোদয় ওদের ডেকেছে। ওরা এসেছিল। ওদের ভুলবশত এটা হয়েছে। ওরা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা ও ইউপি সদস্য রোকন উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফৌজদার হাটস্থ লিংক রোডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে সলিমপুরে এ মানববন্ধন হয়।
৩৬ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
১ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর পর পুনরায় ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেময়মনসিংহে গতকাল রোববার সকাল ৬টা থেকে চলা বাস ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টায় ধর্মঘট প্রত্যাহারের পর আজ সোমবার সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে